দেশ
Trending

সুদ বাড়াল SBI, অতিরিক্ত EMI-এর বোঝা মধ্যবিত্তর উপর….

SBI hikes Car-Home loan rates,Burden of extra EMIs on middle class

The Truth Of Bengal: বছরের শেষে গ্রাহকদের জন্য দুঃসংবাদ আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গাড়ি-বাড়ির সুদে ঋণের হার বাড়াল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা। ফলে নতুন বছর থেকেই অতিরিক্ত EMI-এর বোঝা পড়তে পারে মধ্যবিত্তর উপর।

গ্রাহকদের জন্য দুঃসংবাদ আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গাড়ি-বাড়ির সুদে ঋণের হার বাড়াল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা। ফলে নতুন বছর থেকেই অতিরিক্ত EMI-এর বোঝা পড়তে পারে মধ্যবিত্তর উপর।

স্টেট ব্যাঙ্কের MCLR ৫ বেসিস পয়েন্ট থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ফলে সব সুদের ক্ষেত্রেই ইএমআই কমবেশি বাড়বে। নতুন সুদের হার কার্যকর হচ্ছে ডিসেম্বরের ১৫ তারিখ থেকেই। এর ফলে স্টেট ব্যাঙ্কের লক্ষ লক্ষ ঋণগ্রাহক বাড়তি চাপে পড়বেন।

স্টেট ব্যাঙ্ক যে নতুন হার ঘোষণা করেছে, সেই হারে একমাসের মেয়াদি ঋণে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িতে ৮.২০ শতাংশ করা হয়েছে। তিন মাসের সুদের ক্ষেত্রেও একই ভাবে সুদ বাড়ানো হচ্ছে। ছ’মাসের মেয়াদি ঋণে সুদ ৮.৪৫ থেকে ৮.৫৫ শতাংশ হচ্ছে। এক বছরের ঋণে সুদের হারও ৮.৫৫ শতাংশ থেকে ৮.৬৫ শতাংশ করা হচ্ছে। দু’বছরের ঋণেও সুদ বাড়ানো হয়েছে ১০ পয়েন্ট। তিন বছরের ঋণের ক্ষেত্রেও একইভাবে সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক।

এমনিতে ব্যাঙ্কগুলির সুদ নেওয়ার হার নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের উপর। সচরাচর রেপো রেট বাড়ানো হলে সুদের হার বাড়ায় ব্যাঙ্কগুলি। তবে রিজার্ভ ব্যাঙ্ক গত পাঁচ দফায় রেপো রেট বাড়ায়নি। তা সত্ত্বেও স্টেট ব্যাঙ্ক ঋণের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল। যদিও কি কারনে সুদের হার বাড়ানো হলো এর কোনও কারণ ব্যাখ্যা করেনি SBI।

Free Access

Related Articles