Rishikesh Bungee Jumping: মাঝ আকাশেই ছিঁড়ল দড়ি! ঋষিকেশের বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা
জানা গিয়েছে, গত বুধবার (১২ নভেম্বর) ঋষিকেশের একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
Truth of Bengal: রোমাঞ্চপ্রিয় মানুষের ‘উইশ লিস্ট’-এর শীর্ষে থাকা ঋষিকেশের বাঞ্জি জাম্পিংয়ে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে জাম্প দেওয়ার সময় মাঝ আকাশেই ছিঁড়ে গেল দড়ি, যার ফলে প্রায় ৩৫ মিটার উঁচু থেকে সজোরে নীচে আছড়ে পড়েন এক তরুণ পর্যটক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এইমস ঋষিকেশে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, গত বুধবার (১২ নভেম্বর) ঋষিকেশের একটি অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মাঝপথে দড়ি ছিঁড়ে যাওয়ায় গুরুতর আহত অবস্থায় মাটিতে, একটি টিনের শিটের উপর আছড়ে পড়েন ওই যুবক। দুর্ঘটনার পরই একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে যন্ত্রণায় কাতরাতে দেখা যাচ্ছে ওই পর্যটককে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে গুরুতর আঘাত লেগেছে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে বর্তমানে ওই তরুণ বিপদমুক্ত রয়েছেন।
আহত ওই যুবকের নাম সোনু কুমার, তিনি গুরুগ্রামের বাসিন্দা এবং একজন ছাত্র। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এটি স্পষ্টতই গাফিলতির ফল। এই মুহূর্তে একটি টেকনিক্যাল টিমের মাধ্যমে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে উত্তরাখণ্ড পুলিশ। যদিও এখনও পর্যন্ত আহত সোনু কুমারের পরিবারের তরফে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে, এত বড় দুর্ঘটনার খবর পৌঁছাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তেহরি গাড়োয়ালের জেলাশাসক ওই অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, পার্কটির নিরাপত্তা সংক্রান্ত মানদণ্ড খতিয়ে দেখতে দ্রুত সেফটি অডিট করার কথাও বলা হয়েছে। এই ঘটনা অ্যাডভেঞ্চার স্পোর্টসের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।






