দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানে উদ্ধার কার্তুজ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Rescue cartridges on Air India flight at Delhi airport, security concerns

Truth Of Bengal: দিল্লি বিমানবন্দরে অবতরণের পর এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে কার্তুজ উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ২৭ অক্টোবর, দুবাই থেকে নয়াদিল্লিতে আসা এয়ার ইন্ডিয়ার A1916 উড়ানের অবতরণের পর বিমানটির ভিতর থেকে একটি কার্তুজ উদ্ধার হয়।
জানা গেছে, বিমানের একটি আসনের পাশে রাখা পকেট থেকে এই কার্তুজটি মিলেছে। যদিও সব যাত্রীরা নিরাপদে নেমে গিয়েছিলেন, কিন্তু এভাবে বিমানে অস্ত্রশস্ত্রের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এয়ার ইন্ডিয়ার তরফে এই ঘটনার তদন্তের জন্য বিমানবন্দর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
বিমানে সকল ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তাহলে কার্তুজটি বিমানে পৌঁছল কীভাবে? এই ঘটনায় বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কার্তুজটি কীভাবে ওই বিমানে এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিমান কোম্পানিতে লাগাতার বোমাতঙ্কের ঘটনা ঘটছে। গত দুসপ্তাহে ৫০০’র বেশি বিমানে বোমা হামলার হুমকি এসেছে। জানা গেছে, এসব হুমকি সাধারণত ভুয়ো ফোনের মাধ্যমে দেওয়া হচ্ছে, যা ভিপিএন ব্যবহার করে পাঠানো হচ্ছে, ফলে দ্রুত প্রেরকদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।