
The Truth Of bengal : ঘরের ময়দান আমেঠী–রায়বেরিলীতে লড়তে চান না রাহুল-প্রিয়াঙ্কা,গান্ধী পরিবারের সঙ্গে আবেগের সম্পর্ক আমেঠী –রায়বেরিলীর। দুই কেন্দ্রে কংগ্রেসের শীর্ষ নেতারা একসময় লড়াই করেছেন।ইন্দিরা গান্ধী থেকে গান্ধী পরিবারের তাবড় সদস্যরা এই দুই কেন্দ্রকে ঘরের ময়দান বলে মনে করেন।চব্বিশে আমেঠী –রায়বেরিলীতে লড়তে চান না রাহুল-প্রিয়াঙ্কা।উত্তরপ্রদেশের এই দুই আসন নিয়ে বাড়ছে ধোঁয়াশা।তাই উত্তরপ্রদেশে কংগ্রেসের বিকল্প কোনও প্রার্থী খোঁজার চেষ্টা চলছে।রাহুল প্রিয়াঙ্কা না থাকলে মল্লিকার্জুন খাড়্গের নাম নিয়ে চর্চা চলছে। মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক বসছে। রাহুল গান্ধী গত লোকসভা ভোটে অমেঠীতে হেরে গিয়েছিলেন।
কেরলের ওয়েনাড় থেকে জিতে লোকসভায় যান।অন্য দিকে সোনিয়া গান্ধীর রায়বরেলী থেকে প্রিয়ঙ্কাও প্রার্থী হতে চান না। সনিয়া রায়বরেলী ছেড়ে দিয়ে রাজ্যসভায় জিতে সাংসদ হয়েছেন। এই অবস্থায় ইন্ডিয়া জোটের ধর্ম বজায় রেখে সমাজবাদী পার্টি কংগ্রেসকেই এই দুই আসন ছেড়ে দিতে চায়।তাই কংগ্রেস শীর্ষ নেতৃত্ব যোগ্য প্রার্থী বাছাই করে বিজেপিকে টক্কর দিতে পারে কিনা তাই দেখার।
গতবার স্মৃতি ইরানীর কাছে আমেঠি থেকে পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী।এবার তিনি আর কর্ণাটকের ওয়ানড় থেকেই সংসদীয় রাজনীতির লড়াইয়ে থাকতে চান।ফলে জাতীয় রাজনীতির চর্চায় থাকা এই দুই হাইপ্রোফাইল কেন্দ্রে কংগ্রেসের বিকল্প কোন প্রার্থী দাঁড়ান তাই লক্ষ্যণীয়।