
The Truth Of Bengal: আর্থিক প্রতারণা মামলায় ইডির র্যাডারে এবার প্রিয়াঙ্কা গান্ধী। চার্জশিটে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার নাম ছিল আগেই। প্রথমবার এই মামলায় চার্জশিটে প্রিয়াঙ্কার নাম উল্লেখ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কংগ্রেসের অভিযোগ লোকসভা ভোটের আগে প্রিয়াঙ্কাকে কালিমালিপ্ত করতেই তার নাম যুক্ত করা হয়েছে। ‘ইন্ডিয়া’ জোটকে ভয় পেয়েই কেন্দ্রীয় এজেন্সিতে লেলিয়ে দেওয়া হয়েছে।
লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। একদিকে এনডিএ অন্যদিকে আঠাশ বিরোধী দলের ‘ইন্ডিয়া’ জোট। কোন পক্ষই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিজেপিকে প্রতিহত করতে বিরোধীদলগুলি সিট শেয়ারিং এর প্রক্রিয়া শুরু করেছে। লক্ষ্য একের বিরুদ্ধে একের লড়াই। বিরোধীদের অভিযোগ ‘ইন্ডিয়া’ জোট যত কংক্রিট হচ্ছে ততই কেন্দ্রীয় এজেন্সিকে আরও বেশি করে রাজনৈতিক স্বার্থে ব্যবহার শুরু করেছে বিজেপি। এবার কেন্দ্রীয় এজেন্সির নজরে কংগ্রেসের অন্যতম নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আর্থিক প্রতারণা মামলায় ইডির র্যাডারে এবার প্রিয়াঙ্কা। ইডির চার্জশিটে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরার নাম ছিল আগেই।
প্রথমবার এই মামলায় চার্জশিটে প্রিয়াঙ্কার নাম উল্লেখ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য আর্থিক প্রতারণার এই মামলায় মিডলম্যান’ হিসাবে সঞ্জয় ভাণ্ডারী ও প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পিরও নাম রয়েছে চার্জশিটে। আর্থিক প্রতারণার এই মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে মূল অভিযোগ, দিল্লির এক রিয়েল এস্টেট সংস্থার মাধ্যমে হরিয়ানায় বহু জমি বেআইনিভাবে কিনেছেন তিনি। প্রবাসী ব্যবসায়ী সিসি থাম্পির সঙ্গেও নাকি গভীর সম্পর্ক রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর। ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। উল্লেখ্য ,প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা ছাড়াও এই মামলায় অন্যতম অভিযুক্ত রবার্টের ঘনিষ্ঠ দিল্লির ব্যবসায়ী মনোজ অরোরা। কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারী নাম রয়েছে এই মামলায়। এবার মামলায় জড়ালো প্রিয়াঙ্কা গান্ধীর নাম। কংগ্রেসের অভিযোগ লোকসভা নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধীকে কালিমালিপ্ত করতে তার নাম জড়ানো হয়েছে। সম্পূর্ণই রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্র।
Free Access