ইন্দিরা গান্ধীর পর জুলাইয়ে অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রীর
Prime Minister's visit to Austria in July after Indira Gandhi

The Truth Of Bengal: তৃতীয়বার সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রিয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কূটনৈতিক সূত্রের খবর, মস্কো সফরের পরে তিনি ভিয়েনা নাও যেতে পারেন।
তথ্য বলছে গত চার দশকে ইউরোপের এই দেশটিতে ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী যাননি। ১৯৮৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া গিয়েছিলেন। তিনি রাশিয়া যুদ্ধের আবহে অস্ট্রিয়া রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বহাল রেখেছে। তবে এক তরফা ইউক্রেনের উপর হামলা চালানোর ঘটনায় প্রকাশ্যে রাশিয়াকে ভৎসনা করেছে দেশটি। নেটো-র সদস্য রাষ্ট্র নয় অস্ট্রিয়া।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি অস্ট্রিয়া গেলে আন্তর্জাতিক ক্ষেত্রের সমন্বয় নিয়ে আলোচনা হবে বলে মনে করছেন কূটনৈতিক মহল। এছাড়াও উৎপাদন ক্ষেত্র তথ্য প্রযুক্তি ও উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে অস্ট্রিয়া সঙ্গে সহযোগিতা বানানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে।