জি-২০ সামিটে যোগ দিতে ব্রাজিল গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Prime Minister Narendra Modi leaves for Brazil to attend G-20 summit

Truth Of Bengal: ৩দেশীয় সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাইজেরিয়ার পর এবার ব্রাজিলে গেলেন তিনি।জি-২০ সামিটে যোগ দিতে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। উল্লেখ্যে,এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবি-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে খোলামেলা আলোচনাতেও অংশগ্রহণ করেন।
এবিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের রিও ডে জেনেরিও শহরে পৌঁছেছেন।জি-২০ সামিটে যোগ দিতে ব্রাজিল গেলেন তিনি। ব্রাজিলে ১৯তম জি-২০ সামিটে যোগ দেবেন তিনি। ব্রাজিল-দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। এবিষয়ে আরও জানা গেছে, ১৮ও ১৯নভেম্বর রিও ডি জেনেরিওতে শুরু হবে এই আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগ দেওয়ার কথা।
আন্তর্জাতিক স্তরে জি-২০ গোষ্ঠীর গুরুত্ব বাড়ছে। ২০২২এ ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে মূলত আর্থিক –বাণিজ্যিক সম্মেলনে পরিবেশের মাণোন্নয়ন নিয়েও আলোচনা হয়। এবার বহুপাক্ষিক বাণিজ্যের মতোই পরিবেশ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। সবমিলিয়ে উন্নয়নশীলও উন্নত রাষ্ট্রগোষ্ঠীর এই মঞ্চে ভারতের গুরুত্ব যে বাড়ছে তা বলাই যায়। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছেন, ভারতের মিশন হল ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি ও ওয়ান ফিউচার গড়ে তোলা।