দেশ

বাতাসে উড়ছে বিষ! দিল্লিতে বাড়ছে দূষণের মাত্রা

Poison is in the air! Pollution levels are increasing in Delhi

Truth Of Bengal: ধোঁয়ার চাদরে মুড়েছে দিল্লি। বায়ু দূষণের নিরিখে নিত্যনতুন রেকর্ড করে চলেছে দেশের রাজধানী।  বুধবার রাতে রাজধানীতে রেকর্ডহারে বেড়েছে দূষণের মাত্রা।যার ফলে দিল্লি সহ পুরো এনসিআর ধুলোর চাদরে ঢেকে গিয়েছে। ২০০ ছাড়িয়েছে একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স মাত্রা। সেইসঙ্গে দূষণ পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুসারে, পিএম১০ এবং পিএম২.৫ মতো মাইক্রো কণার পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় ২০ গুণ বেশি রেকর্ড করা হয়েছে।

যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। বলা বাহুল্য, একিউআই ছাড়াও পিএম১০ এবং পিএম২.৫-এর মাধ্যমে দূষণ পরিমাপ করা হয়ে থাকে। বাতাসে উপস্থিত ধূলিকণাকে পরিমাপ করা হয় এই দুই সূচকের সাহায্যে। এ ক্ষেত্রে পিএম১০ হলো বাতাসের সেই সব সূক্ষ্ম ধূলিকণা, যার সাইজ ১০ মাইক্রোনের চেয়ে কম। আর পিএম২.৫ হলো বাতাসের সেই সব সূক্ষ্ম ধূলিকণা, যার সাইজ ২.৫ মাইক্রোনের চেয়ে কম।

তবে আচমকাই দূষণ বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।তাদের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাত ১০টা থেকে ১১ টা ৩০ মিনিটের মধ্যে আইজিআই বিমানবন্দরের পালাম এলাকায় ধুলোঝড় বয়ে যায়।  যার ফলে দৃশ্যমানতা ৪৫০০ মিটার থেকে মাত্র ১২০০ মিটারে নেমে আসে। আইএমডি অনুসারে, এই সময়কালে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া অনুভূত হয়েছিল। তবে, এর পরে বাতাসের গতিবেগ কমে ৩-৭ কিমি/ঘণ্টায় নেমে আসে, যার কারণে ধুলো দ্রুত বাতাশে মিশে গিয়ে বাড়িয়ে দেয় দূষণের মাত্রা।

এই দূষণ বৃদ্ধির জেরে দৃশ্যমানতা হ্রাস পায়। এরজেরে যেমন রাস্তায় যানজট হয় তেমনি শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বেশ ক্ষতিকারক। এছাড়া এমন দূষিত বায়ুতে শ্বাস নিলে নিউমোনিয়া হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। আসলে নিউমোনিয়া হলো ফুসফুসের প্রদাহজনিত অসুখ। এই রোগ ব্যাকটেরিয়া এবং ভাইরাস, দুই ধরনের জীবাণুর সংক্রমণের জন্য হতে পারে। সেইজন্য বিশেষজ্ঞরা বাইরে বের হওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

Related Articles