দেশ

ফের উত্তপ্ত সংসদ, বড় অ্যাটাকের ছক কষা ছিল

Parliament heated again, big attack was imminent

Bangla Jago TV Desk : সংসদ হামলায় মূলচক্রী ললিত ঝাঁ বৃহস্পতিবার রাতেই দিল্লির কর্তব্যপথ থানায় আত্মসমর্পণ করেন। এখনও পর্যন্ত সংসদ হামলার ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটানার পর থেকেই ললিত ঝাঁ ছিলেন পলাতক। বর্তমানে তাঁকে পুলিশি জেরায়  উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্ল্যান-Aর পাশাপাশি তৈরি ছিল প্ল্যান-Bও। প্রথম প্ল্যান সফল করতে না পারলে পরিকল্পনা মাফিক বিকল্প পদ্ধতি অবলম্বন শুরু করা হত। অন্যদিকে এই চাঞ্চল্যকর ঘটনার পর সংসদে নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তোলার জন্য বিরোধী সাংসদের ১৩ জনকে সাসপেন্ড করা হয়।

তাদের মধ্যে কংগ্রেস সাংসদের সংখ্যা ৯। তবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান ইন্ডিয়া জোটের সদ্যরা। একযোগে অধিবেশন কক্ষের বাইরে এবং ভিতরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। যার জেরে দফায় দফায় মুলতুবি করে দিতে হল অধিবেশন। একাধিকবার চেষ্টার পরও অধিবেশনের কাজ চালানো সম্ভব না হওয়ায় শেষে গোটা দিনের মতো লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মূলতুবি করে দেওয়া হয়।

এদিন সাসপেন্ড হওয়া সাংসদরা আলাদা করে বিক্ষোভ দেখান গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলেন কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী। একসঙ্গে সংসদের মূল প্রবেশদ্বারের সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। বিরোধীদের দাবি, বুধবারের হানাদারি নিয়ে শীতকালীন অধিবেশনে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যদিও সরকার সেই দাবি মানতে নারাজ।

 

FREE ACCESS 

Related Articles