
Truth Of Bengal : ৬২ বছরের পুরনো ধোঁয়া বোমা উদ্ধার হল অসমে। যে বোমা সম্পর্কে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ১৯৬২ সালে ভারত ও চীন যুদ্ধের সময় এই বোমা ব্যবহার করা হয়েছিল। সেই বোমার নিদর্শন মিলল সোনিতপুরে। সেই বোমার সম্পর্কে জানার জন্য আমজনতার মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। সোনিতপুরের এসপি বরুণ পুরকায়স্থ এবিষয়ে জানান, শুক্রবার সন্ধ্যায় সেসা নদীতে মাছ ধরার সময় জৌগাপুর গ্রামের এক ব্যক্তি দুই ইঞ্চি লম্বা কিছু দেখতে পান। তার পর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ জানতে পারে ওটি একটি বিস্ফোরক।
যেটাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরককে। ব্যাপক স্থানে নিয়ে গিয়েব্যাপক স্থানে নিয়ে গিয়ে ধ্বংস করা হয়েছে। এই বোমাটি চীনের তৈরি বোমা এবং এটি ১৯৬২ সালের যুদ্ধের। ভারত ও চীনের মধ্যে এই যুদ্ধ হয়েছিল প্রতিবেশী রাজ্য আসামের অরুণাচল প্রদেশে। এসপি এবিষয়ে আরো জানান , লেফটেন্যান্ট কর্নেল অভিজিৎ মিশ্রের নেতৃত্বে মিসামারি ক্যাম্প থেকে সেনা দলের সহায়তায় এই বিস্ফোরক নিরাপদে ধ্বংস করা হয়েছে । এই বোমা সম্পর্কে জানা গিয়েছে, 1962 সালের যুদ্ধের সময় শত্রুর গুলিকে এড়াতে ধোঁয়া ছড়ানোর জন্য ব্যবহার করা হয়।