দেশ

অনলাইনে আইফোন অর্ডার দিয়ে হাতে এল অবাক করা একটি জিনিস

 Online shopping malfunction

The Truth of Bengal: আইফোন অর্ডার দিয়ে মিলল সাবান। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানেতে। আইফোনপ্রেমী এক যুবক একটি অইনলাইন সাইটে ফোনটি বুক করেছিলেন। অনলাইনে ৪৬ হাজার টাকা মূল্যের আইফোন অর্ডার করেছিলেন ওই যুবক। যথা সময়ে ডেলিভারি হাতে পেয়ে প্যাকেট খুলে হতবাক হয়ে যান। দেখেন, আইফোনের বদলে তাতে রাখা রয়েছে তিনটি সাবান।

প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওই যুবক অনলাইন সাইটে যোগাযোগ করে বিষয়টি জানান। একইসঙ্গে তিনি বিষয়টি জানান পুলিশকে। ওই যুবকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করেছে পুলিশ। তবে কেউ গ্রেফতার হয়নি। কী করে এই কাণ্ড ঘটল তা জানার চেষ্টা করছে পুলিশ।

ফোনের বদলে সাবান দিয়ে প্যাকেট করা হয় নাকি মাঝপথে প্যাকেট কেটে তাতে সাবান দিয়ে দেওয়া হয়, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই প্রথম নয়। এর আগেও এমন একাধিক ঘটনা ঘটেছে। তবে প্রতিক্ষেত্রে আইফোন বা দামি কোনও ফোনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। প্রচুর টাকা দিয়ে বুক করে ফোনের বদলে কখনও মিলেছে সাবান আবার কখনও মিলেছে বিস্কুটের প্যাকেট।

Free Access

 

Related Articles