দেশ

এবার কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া CBI-এর

Now the CBI is in the process of taking Kejriwal into custody

The Truth of Bengal: আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। অভিযুক্ত মুখ্যমন্ত্রীকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে রাখার অনুমতি পেয়েছিল ইডি। সেই সময়সীমা শেষ হবে আগামী ২৮ মার্চ। আগামীকাল ফের কেজ্রিকে পেশ করা হবে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। কী হবে কেজরির? তিনি কী জামিন পাবেন না তাঁকে ইডি বা জেল হেফাজতের নির্দেশ দেবে আদালত? জানা যাচ্ছে, এবার কেজরিকে হেফাজতে পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সিবিআই।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই-ও। কী ভাবে দিল্লির বারগুলি এবং মদ বিক্রির দোকানকে বেআইনি ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছে সেই তদন্ত করছে সিবিআই। সেই মামলার সূত্রে ইডি-র হাতে গ্রেফতার হওয়া কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে পেতে চাইছে সিবিআই। জানা যাচ্ছে, কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। বুধবারই দিল্লির মুখ্যমন্ত্রীকে হেফাজতে পাওয়ার সরকারি প্রক্রিয়া শুরু করতে চলেছে তারা।

অন্যদিকে, দিল্লি হাই কোর্টে নিজের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে যে মামলা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার জবাব দেওয়ার জন্য হাই কোর্টের কাছে কিছুটা সময় চাইবে ইডিও। ফলে কেজরিওয়ালের মামলার শুনানি দীর্ঘায়িত হতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে আছেন। আবগারি দুর্নীতি-কাণ্ডে ইডি তাঁকে গ্রেফতার করার পর থেকে বারবার উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী। আপ সমর্থকদের বিক্ষোভ, প্রতিবাদ জারি আছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিল আপ। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি।

Related Articles