দেশ

আদর্শের জন্য কেউ বিজেপিতে যাচ্ছে না,আয়কর হানার ভয়ে দলবদল, তোপ সুপ্রিয়ার

No one is going to BJP for ideals, switching parties for fear of income tax attack, Top Supriya

The Truth of Bengal: লোকসভা ভোটের আগে আবারও মহারাষ্ট্রে দল ভাঙানোর খেলা দেখা যাচ্ছে।প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বান বিজেপিতে যোগ দিয়েছেন। আবার মিলিন্দ দেওরা বিজেপির বন্ধু শিবসেবা শিন্ডে দলে যোগ দিয়েছেন। এছাড়াও ছোট –বড় বহু নেতাকে দলে টেনে কেন্দ্রের শাসকরা চমক দিচ্ছে।এই দলবদলে ইন্ডিয়া জোটের কোনও ক্ষতি হবে না,দাবি করছেন এনসিপি নেতৃত্ব।

এবার মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা  লড়ছে ২০টিতে, কংগ্রেস ১৮টি আসনে  এবং শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি ১০টিতে লড়ছে।তারা ঐক্যবদ্ধভাবেই দলভাঙানোর রাজনীতিকে হারানোর শপথ নিয়েছে বলে জানিয়েছেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে।একইসঙ্গে সুপ্রিয়ার তোপ,আদর্শের জন্য কেউ বিজেপিতে যোগ দিচ্ছে না।সবাইকে ভয় দেখানো হচ্ছে।তাঁর অভিযোগ,আয়কর দফতরের হানা বা সিবিআই-ইডির আধিকারিকদের তল্লাশির ভয়েই দলবদলের বহর বেড়েছে।

যদিও এই ভয় দেখিয়ে দলে টানার রাজনীতি মারাঠা ভূমে ব্যুমেরাং হবে বলে শরদ পাওয়ারের কন্যা মনে করছেন।এবারও তিনি বারামতী লোকসভা কেন্দ্র থেকে এনসিপির হয়ে লড়ছেন।মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ার একসময় এই আসন থেকে জয়ী হতেন।বাবার জিতে আসা আসন থেকে সুপ্রিয়ার লড়াই বেশ জমে উঠেছে।অবিজেপি দলগুলোর একসঙ্গে লড়ার এই রাজনৈতিক অবস্থান মহারাষ্ট্রে  বিজেপি ও তার বন্ধুদলগুলোর হিসেব গরমিল করে দেবে বলে দাবি সুপ্রিয়া সুলের।