দেশ

Nandini Fake Ghee Scam: ভেজাল ঘি চক্রের পর্দাফাঁস! জনপ্রিয় ব্র্যান্ড ‘নন্দিনী’-র নাম ব্যবহার করে কোটি টাকার প্রতারণা

জানা গিয়েছে, ধৃত এই দম্পতি ওই ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ঘি তৈরি করে তা বাজারে বিক্রি করতেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শিবকুমার ও রম্যা।

Truth of Bengal: কর্নাটকের অত্যন্ত জনপ্রিয় দুগ্ধজাত পণ্য ব্র্যান্ড ‘নন্দিনী’-র নাম ব্যবহার করে বেঙ্গালুরুতে রমরমিয়ে চলা ভেজাল ঘি ব্যবসার মূল চক্রের সন্ধান পেল পুলিশ। মঙ্গলবার এই র‍্যাকেটের খোঁজ পাওয়ার পর এবার এক দম্পতিকে জালে পুরল পুলিশ। জানা গিয়েছে, ধৃত এই দম্পতি ওই ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল ঘি তৈরি করে তা বাজারে বিক্রি করতেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শিবকুমার ও রম্যা। তাঁরা তামিলনাড়ুতে হাই-টেক যন্ত্রপাতি ব্যবহার করে এই ভেজাল ঘি তৈরির ব্যবসা চালাতেন। বেঙ্গালুরু সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (CCB) তাদের সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটে অভিযান চালায়। তৈরি হওয়া ভেজাল ঘি বিশাল পরিমাণে বাজারে সরবরাহ করত এই চক্র। অভিযান চালিয়ে CCB ওই অত্যাধুনিক যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে। এর আগে এই ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

কর্নাটক কো-অপারেটিভ মিল্ক প্রোডিউসার্স ফেডারেশন (KMF)-এর এই ‘নন্দিনী’ ব্র্যান্ডটি শুধুমাত্র কর্নাটক নয়, সমগ্র দক্ষিণ ভারতেও অত্যন্ত জনপ্রিয় এবং গ্রাহকদের কাছে এটি একটি বিশ্বস্ত নাম। সেই ব্র্যান্ডের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলছিল বলে অভিযোগ উঠছিল। বেঙ্গালুরু পুলিশ কমিশনার শ্রীমন্তকুমার সিং জানিয়েছেন, “এই অভিযানে ৮,১৩৬ লিটার ভেজাল ঘি, নারকেল ও পাম তেল, ১.১৯ লক্ষ টাকা নগদ, চারটি দামি গাড়ি, পাঁচটি মোবাইল ফোন-সহ আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। সব মিলিয়ে প্রায় ১.২৭ কোটি টাকার সামগ্রী সিজ করা হয়েছে।”

পুলিশ আরও জানিয়েছে, গোপন সূত্রে CCB খবর পেয়েছিল যে কর্নাটকের এই জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে ওই দম্পতি তামিলনাড়ুতে জমজমাট ভেজাল ঘি-এর ব্যবসা চালাচ্ছেন। সেই তথ্যের ভিত্তিতেই তদন্তকারীরা হানা দেন এবং এই বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করেন।

Related Articles