দেশ

রাজ্যপালের কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী! তামিলনাড়ুর রাজনৈতিক অশান্তি চরমে

MK Stalin comment on RN Rabi

The Truth of Bengal: ফের রাজ্য রাজ্যপাল সংঘাত সামনে এলো।  দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের পাঠানো ১২টি বিল আটকে রেখেছিলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। সুপ্রিম কোর্টের ধমকের পর কোনও কারণ উল্লেখ না করেই ১০ ফাইল ফেরত পাঠিয়েছেন তিনি। গত শনিবার ফেরত পাঠানো ওই বিলগুলি বিধানসভায় ফের পাশ হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যপালের ভূমিকার কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেন, রাজ্যপাল খেয়াল-খুশিমতো বিলগুলি ফেরত পাঠিয়েছেন। তাঁর এই ধরনের পদক্ষেপ অগণতান্ত্রিক ও জনবিরোধী। বিধানসভায় ফের এই বিলগুলি পাশ হয়ে গেলে রাজ্যপাল আর সেগুলি আটতে রাখতে পারবেন না। তাঁকে অনুমতি দিতেই হবে। রাজ্যপালের কাজই হল বিধানসভায় পাশ হওয়া বিলগুলিতে প্রয়োজনীয় অনুমতি দেওয়া।

স্ট্যালিনের অভিযোগ, রাজ্যপালের মাধ্যমে এভাবেই অবিজেপি শাসিত রাজ্যগুলির কাজকর্মে ব্যাঘাত ঘটাতে চাইছে মোদি সরকার। স্ট্যালিন আরও বলেছেন, রাজ্যপালের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড নিয়ে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছিলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ু সরকার। এদিন একধাপ এগিয়ে রাজ্যপাল পদটির বিলুপ্তির দাবি তুলেছেন স্ট্যালিন। রাজ্যপালের ফেরত পাঠানো বিলগুলি পাশ করাতে বিশেষ অধিবেশন ডেকেছিলেন তামিলনাড়ুর স্পিকার। অধিবেশনে অন্য একটি ইস্যুতে ওয়াকআউট করে এআইএডিএমকে। সঙ্গ দেয় বিজেপিও।

উল্লেখ্য, প্রায় দু’বছর ধরে তামিলনাড়ু সরকারের সঙ্গে রাজভবনের সংঘাত চলছে। রাজ্যে বহুচর্চিত নিট সংক্রান্ত বিল দীর্ঘদিন আটকে রাখার পর সরকারকে ফেরত পাঠান রবি। ফের বিধানসভায় তা পাশ করিয়ে রাজ্যপালকে পাঠানো হয়। অনুমতির জন্য সেই বিল আবার রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন রবি। মাঝে একবার বিধানসভায় সরকারি ভাষণের একটা বড় অংশ পড়েননি তিনি। এমনকী, আম্বেদকর, পেরিয়ার, কামরাজ, আন্নাদুরাই, করুণানিধির নামও এড়িয়ে যান। এই নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। এছাড়াও একাধিক বিষয়ে বারবার সংঘাতে জড়িয়েছে রাজ্য-রাজ্যপাল। বিল আটকে রাখা নিয়ে আদালতেরও দ্বারস্থ হয় ডিএমকে সরকার।

Free Access

Related Articles