আন্তর্জাতিকদেশ
Trending

বিমান কর্মীদের গণ- ছুটি, বাতিল ৭৯টির ওপর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট, বিড়ম্বনায় যাত্রীরা

Mass leave of airline workers, more than 79 Air India Express flights cancelled, passengers in confusion

The Truth Of Bengal: আকাশপথে আবারও বিড়ম্বনা বাড়ল যাত্রীদের। বিমান কর্মীদের গণছুটির জেরে বাতিল হয়ে গেছে ৭০টির ওপর এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট। এবিষয়ে আরও জানা গেছে, ৩০০-র কাছে ক্যাবিন ক্রু বা বিমানের কর্মী অসুস্থতার কারণ দেখিয়ে  এই গণছুটিতে গেছেন। যার জন্য ৭৯টির  কাছে আন্তর্জাতিক ও দেশের ভিতরে চলাচলকারী বিমানের পরিষেবা ব্যাহত হতে পারে বুধবার।

বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, এই অচলাবস্থা মিটিয়ে ফেলার চেষ্টা চলছে। বর্তমানে টাটা গ্রুপের মালিকানাধীনে রয়েছে এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। বিমানযাত্রীদের স্বার্থে কর্মীদের দাবিপূরণের চেষ্টা চলছে বলেও মনে করা হচ্ছে। বিশেষ করে বিমান কর্মীদের চাকরির শর্ত নিয়ে অসন্তোষ তীব্রতর হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটের কর্মীদের।

এব্যাপারে এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন তাঁদের এক শ্রেণির ক্যাবিন ক্রু শেষ মুহুর্তে অসুস্থ হয়ে পড়েন। যার জন্য উড়ান পরিষেবা ব্যাহতও বিলম্বিত হচ্ছে। ম্যানেজমেন্ট যাত্রীদের এই অসুবিধা দূর করার জন্য আন্তরিক প্রয়াস নিয়েছে।যাঁরা এই সমস্যার জন্য অসুবিধার মুখে পড়েছেন তাঁদের জন্য দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া সংস্থা। যদিও বহু বিমানযাত্রী সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন,এই আচমকা ৭৯টির কাছে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন।

Free Access