জাতি হিংসার ঘটনায় উত্তপ্ত হয় মনিপুর, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এবার কেন্দ্রের
Manipur is heated in the incident of caste violence

The Truth Of Bengal : জাতি হিংসার ঘটনায় উত্তপ্ত হয় মনিপুর। সেই মনিপুর নিয়ে বড়সড় পর্যবেক্ষণের কথা ঘোষণা করলো মনিপুর হাইকোর্ট। অশান্ত মণিপুর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রের। রাজ্যকে সরাসরি নির্দেশ দেবে কেন্দ্র। মণিপুর নিয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রের। গত মে মাস থেকে উত্তপ্ত হয়ে উঠে মনিপুর। সংরক্ষণের দাবী জানিয়েছিল মেইতেইরা। মেইতেই ও কুকিদের মধ্যে জাতি হিংসায় ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে ওঠে মনিপুর।
কমপক্ষে ২০০ জনের মৃত্যু ঘটে। আগুনে ধ্বংস হয়ে যায় একাধিক গ্রাম। সম্মানহানি ঘটে মহিলাদের। আগে মনিপুর হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল তারা যেন মেইতেই দের সিডিউল ট্রাইব তালিকাভুক্ত করে। যা কুকিদের অন্যতম ক্ষোভের কারণ ছিল।প্রসঙ্গত কুকী সম্প্রদায়ের মানুষরা চায় না মেইতেইরা তপশিলি উপজাতি বর্গে ঢুকুক কারণ মেতেই না উপজাতি বর্গে ঢুকলে তারা বিশেষ সুযোগ সুবিধা পাবে।
গত বৃহস্পতিবার মনিপুর হাইকোর্ট এ বিষয়ে একটি সূক্ষ্ম সংশোধন এনেছে। এবার বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য কথা বিনিময় করবে। মনিপুর সরকারকে এবার সরাসরি নির্দেশ দেবে কেন্দ্র, আর হাইকোর্টের এই সংশোধনীতে কোটের আর কোন ভূমিকা থাকছে না। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এবার কেন্দ্রের।
FREE ACCESS