LGBTQ দের জন্য সুখবর! ব্যাঙ্কে খুলতে পারবে জয়েন্ট অ্যাকাউন্ট, নির্দেশিকা জারি কেন্দ্রের
LGBTQ persons can open joint bank account says center

Truth Of Bengal : জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে অনেকের মনে অনেক দ্বন্দ কাজ করে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের নাগরিকদের মধ্যে অনেকের প্রশ্ন যাদের তাঁরা কীভাবে ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন? এবার তাঁদের জন্য সুখবর! যারা এলজিবিটিকিউ সম্প্রদায়ের নাগরিক তাঁরাও এর পর থেকে ব্যাঙ্কে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধু তাই নয়, এই সম্প্রদায়ের মানুষেরা কাউকে নমিনি হিসেবেও নথিভুক্ত করাতে পারবেন। গত বুধবার কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আর এই বয়ানে বিবৃতি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্কও।
গত ২৮ আগস্ট অর্থ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, “কেন্দ্র স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের কোনও সদস্যের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। সমকামী সম্পর্কে থাকা সঙ্গীকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনিও করতে করা যাবে। এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেন্দ্রের তরফে কোনও বাধা বা নিষেধাজ্ঞা নেই।”
কেন্দ্রের তরফ থেকে এই বিবৃতি জারি করার আগে এই বিষয়টি নিয়ে এক নির্দেশিকা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। এরপর আরবিআইয়ের তরফ থেকে দেশের সমস্ত ব্যাঙ্ককে জানানো হয়, এলজিবিটিকিউ সম্প্রদায়ের সকল মানুষকেও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিতে হবে। তবে আরবিআই ২০১৫ সালের পর থেকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদনপত্রে মহিলা এবং পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গের বিকল্প রাখতে নির্দেশ দিয়েছিল।