দেশ

শিক্ষিকাদের বিয়ে করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! পলাতক যুবকের খোঁজে পুলিশ

Lakhs of rupees cheated by marrying teachers! Police search for fugitive youth

Truth of Bengal: উত্তরপ্রদেশের সোনভদ্রে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে। এক যুবক সরকারি স্কুলের শিক্ষিকাদের বিয়ে করে তাঁদের নামে ব্যাঙ্ক থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ তুলে আত্মসাৎ করতেন।

সম্প্রতি এক শিক্ষিকা পুলিশে অভিযোগ দায়ের করেন যে, তাঁর স্বামী নিখোঁজ এবং তাঁর নামে ব্যাঙ্ক থেকে ৪১ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে। পুলিশ প্রথমে ঘটনাটিকে নিখোঁজের মামলা বলে মনে করলেও তদন্তের পর উঠে আসে ভয়ঙ্কর প্রতারণার চিত্র।

অভিযুক্ত যুবক নিজেকে রাজন গহলৌত নামে পরিচয় দিতেন এবং শিক্ষিকাদের কাছে একটি বড় সংস্থার উচ্চপদস্থ আধিকারিক হিসেবে নিজেকে তুলে ধরতেন। এইভাবে তিনি তাঁদের বিশ্বাস অর্জন করে বিয়ে করতেন। বিয়ের পর শিক্ষিকাদের ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে নানা অছিলায় তাঁদের নামে বিশাল অঙ্কের ঋণ নিতেন। টাকা হাতে পেলেই তিনি গায়েব হয়ে যেতেন।

পুলিশ তদন্তে জানতে পারে, রাজন শুধু এই এক শিক্ষিকাই নয়, এর আগে আরও আটজন শিক্ষিকাকে একই কায়দায় প্রতারণা করেছেন। প্রত্যেককে বিয়ের পর তাঁদের নামে ঋণ নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন।

অভিযুক্ত যুবকের সন্ধানে পুলিশ জোর তল্লাশি চালাচ্ছে। শিক্ষিকাদের প্রতারণার ফাঁদে না পড়ার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles