বড় চমক কেজরির, মন্দিরের পুরোহিতরাও পাবেন মাসোহারা
Kejriwal's big surprise, temple priests will also get Masohara

Truth Of Bengal: সোমবার দুপুর বারোটায় আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলন করে পূজারি ও গ্রন্থি সম্মান যোজনা প্রকল্পের ঘোষণা করেছেন। সাংবাদিক সম্মেলনে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘আজ (সোমবার) আমি যে প্রকল্পের কথা ঘোষণা করতে যাচ্ছি, তার নাম হল পূজারি গ্রন্থি সম্মান যোজনা।
এর অধীনে, মন্দিরের পুরোহিত এবং গুরুদুয়ারার গ্রন্থিদের প্রতি মাসে সম্মানী দেওয়ার বিধান রয়েছে। তাঁদের প্রতি মাসে প্রায় ১৮ হাজার টাকা সম্মানী দেওয়া হবে। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, মঙ্গলবার কনট প্লেসের হনুমান মন্দির থেকে এই স্কিমের জন্য নিবন্ধন শুরু হবে।
কেজরিওয়াল টুইটারে লিখেছেন, ‘আম আদমি পার্টি জিতলে দিল্লির মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বার সাহেবের গ্রন্থিদের প্রতি মাসে ১৮,০০০ টাকা সম্মানী দেওয়া হবে। এই প্রকল্পটি সমাজে তাঁদের আধ্যাত্মিক অবদান এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য তাঁদের প্রচেষ্টার জন্য একটি শ্রদ্ধা। বিজেপির লোকেরা, এটা বন্ধ করার চেষ্টা করবেন না, এটি একটি বড় পাপ হবে।’