জয়শঙ্করের হস্তক্ষেপে স্বস্তি, অনুমতি মিলল ইরানে আটক ১৭ জন নাবিকের সঙ্গে সাক্ষাতের
Jaishankar's intervention allowed him to meet the 17 sailors detained in Iran

The Truth Of Bengal : ইরানে আটক ১৭ নাবিকের সঙ্গে ভারতীয় অফিসারদের সাক্ষাতের অনুমতি দিল ইরান। জয়শঙ্কর এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারপর ঘটে বহু জল্পনার অবসান। এরপর হরমুজ প্রণালীতে ইরানের হাতে আটক জাহাজে থাকা ভারতীয়দের সঙ্গে নয়াদিল্লির প্রতিনিধিদের দেখা করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। ওই জাহাজের মধ্যে থাকা ২৫ জন কর্মীর মধ্যে মোট ১৭ জনই ছিলেন ভারতীয়। জাহাজটি ইরানের হাতে আটক হওয়ার পর কূটনৈতিক পর্যায়ে সেই দেশের সরকারের নিরন্তর যোগাযোগ রেখেছে নয়াদিল্লি।
রবিবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের বিদেশমন্ত্রী আমির আবদোল্লাহিয়ার সঙ্গে ফোনে কথা বলেন। তাদের মধ্যে বহু বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল আটক জাহাজের বিষয় এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সংক্রান্ত বিষয়। এরপরেই সোমবার ইরানের বিদেশমন্ত্রী জানান, তাঁরা বন্দিদের সঙ্গে ভারতের সরকারি প্রতিনিধিদের দেখা করার অনুমতি দেবেন।
প্রসঙ্গত, পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজটিকে আটক করেছিল ইরান। ইজরায়েলের সঙ্গে ওই জাহাজের সম্পর্ক থাকতে পারে মনে করে আটক করে ইরান। ওই জাহাজের ২৫ জন কর্মীর মধ্যে ১৭ জনই ভারতীয়। নাবিকদের আটক করা হতেই তড়িঘড়ি আসরে নামে ভারত। কূটনৈতিক পর্যায়ে ইরানের সঙ্গে আলোচনা চালাতে থাকে। অবশেষে বরফ গলল। হরমুজ প্রণালীতে আটক জাহাজে থাকা ভারতীয়দের সঙ্গে নয়াদিল্লির প্রতিনিধিদের দেখা করতে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরান।