দেশ

ব্লেয়ার হাউসে নরেন্দ্র মোদীর আগমনের আগেই মার্কিন পতাকার পরিবর্তে ভারতীয় পতাকা উত্তোলন, দেখুন ভিডিও

Indian flag hoisted instead of US flag at Blair House ahead of Narendra Modi's arrival, watch video

Truth Of Bengal: ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ডিসিতে প্রবল ঠান্ডার মধ্যে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সেখানকার প্রবাসী ভারতীয়রা। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভারতের প্রধানমন্ত্রী। তাঁর দু’দিনের এবারের যুক্তরাষ্ট্র সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দেখা করবেন। করবেন একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও। যার মধ্যে বিশেষ গুরুত্ব পাবে অভিবাসী সংক্রান্ত বিষয় ও দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা।

এরই মধ্যে সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিও-তে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের আগেই ওয়াশিংটন ডিসির ব্লেয়ার হাউসে মার্কিন পতাকার পরিবর্তে ভারতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। ১২ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অবতরণ করার সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাশাপাশি জানা গিয়েছে সফর চলাকালীন ব্লেয়ার হাউসেই থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related Articles