ভারত-মার্কিন বৈঠকে খালিস্তানি ইস্যু, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান
India-US meeting discusses Khalistani issue, takes strong stand against terrorism

Truth Of Bengal: মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড তার ভারত সফরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। নয়াদিল্লিতে Observer Research Foundation (ORF)-এর বার্ষিক Raisina Dialogues-এ যোগ দিতে এসে তিনি ভারত-মার্কিন গোয়েন্দা তথ্য বিনিময় সম্পর্কিত আলোচনাতেও অংশ নেন।
খালিস্তানি সংগঠনের বিরুদ্ধে ভারতের কড়া বার্তা
ভারত এই বৈঠকে আমেরিকার মাটিতে সক্রিয় খালিস্তানি সংগঠন Sikh For Justice (SFJ)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। SFJ-কে বেআইনি ঘোষণা করে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য মার্কিন প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ভারত।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ X-এ লিখেছেন, “নয়াদিল্লিতে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করে আনন্দিত। আমাদের আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা এবং তথ্য বিনিময় সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল, যা ভারত-মার্কিন অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।”
US intelligence chief Tulsi Gabbard met with Indian National security Advisor Ajit Dowal and 20 other ‘spy bosses’, India got assurance from @TulsiGabbard that both the countries will not let their territories be used for anti – US and anti-India activities Khalistani seperatist… pic.twitter.com/iCEv3quMrF
— Tulsi For President🌺 (@TulsiPotus) March 16, 2025
সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই
এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, “আমরা দেখছি, ভারত এবং বাংলাদেশেও সন্ত্রাসবাদের প্রভাব পড়ছে। সিরিয়া, ইজরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এটি অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী মোদিও এই হুমকিকে গুরুত্ব সহকারে দেখছেন, এবং দুই দেশের নেতৃত্ব একসঙ্গে কাজ করবে এই বিপদ মোকাবিলার জন্য।”
আরও দৃঢ় হচ্ছে ভারত-মার্কিন সম্পর্ক
গ্যাবার্ড আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন। আমাদের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে।”
চীনের বিষয়ে প্রতিক্রিয়া
চীন প্রসঙ্গে গ্যাবার্ড বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদি এমন কৌশল খুঁজছেন, যাতে সংঘর্ষ এড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায়।”
ভারত ও আমেরিকার এই উচ্চপর্যায়ের আলোচনায় সন্ত্রাসবাদ দমন, প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই বৈঠক ভবিষ্যতে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে।