দেশ

ইরান-ইজরায়েলের যুদ্ধের কথা মাথায় রেখে ইজরায়েলে বিমান পরিষেবা স্থগিত রাখতে চায় ভারত

India likely to suspend flight operations to Israel amid rising tensions India likely to suspend flight operations to Israel amid rising tensions between Iran, Israel

The Truth of Bengal: ইরান-ইজরায়েলের যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে। দু দেশের লড়াই এতটাই তীব্রতর হয়েছে যার জন্য ইরান ও ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের জন্য উদ্বেগ বাড়ছে। প্রবাসীরা কিভাবে রয়েছে তা জানার জন্য উত্কণ্ঠায় রয়েছে পরিবার।দিল্লিও সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে। এরমাঝে ভারতীয় বিমান সংস্থাগুলো ইজরায়েলগামী বিমান পরিষেবা আপাতত স্থগিত রাখতে পারে। বাতিল করতে পারে বেশ কিছু ফ্লাইট।এমনটাই আভাস মিলছে। ইরান ২০০-র বেশি ড্রোন হামলা চালিয়েছে। লাগাতার হামলায় যুক্ত হয়েছে ব্যালেস্টিক মিসাইল,ক্রজ সহ নানা যুদ্ধ বিমানও।এই পরিপ্রেক্ষিতে বিশেষ সূত্রে খবর,যুদ্ধের মাঝে যাতে কোনও বিপদ না হয় সেজন্য ইজরায়েলে বিমান পরিষেবা স্থগিত রাখার কথা ভাবা হচ্ছে।

এরমধ্যে এয়ার ইন্ডিয়ার একটি বিমান নিরাপদে তেল আবিব আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। তেল আবিব থেকেই এই বিমান নিয়ন্ত্রণ করা হয়। মূলতঃ ইআইএআই এবং এয়ার ইন্ডিয়া সেদেশে বিমান পরিষেবা বজায় রাখে। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া ইরানের আকাশপথ এড়়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। তারা যাত্রীদের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘুরপথে ইউরোপ –আমেরিকায় বিমান চলাচল চালু রাখার পথে এগিয়েছে। ইন্ডিয়ান এয়ারলাইন্সও একইপথে এগোতে চায়। ইরান-ইজরায়েলের যুদ্ধের কথা ভেবেই ইউরোপ বা মধ্যপ্রাচ্য গামী বিমানের ফ্লাইটের পথ পরিবর্তন করছে।

ভিস্তারা এয়ারলাইন্সও দুদেশের সংঘাত ও তীব্র আক্রমণের কথা ভেবে ফ্লাইটের আকাশপথ পরিবর্তন করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। ভিস্তারার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ভুত পরিস্থিতির কথা মাথায় রেখেই জরুরি ভিত্তিতে উড়ানের পথ পরিবর্তন করার সিদ্ধান্ত কার্যকর করা ছাড়া কোনও উপায় নেই। ঘুরপথে বিমান যাওয়ায় সময় বেশি নেবে। তারজন্য যাত্রীদের হয়তো কিছুটা অতিরিক্ত সময় ব্যয় করতে হবে। কিন্তু এছাড়া যে কোনও উপায় নেই তা বিমান সংস্থার তরফে এক বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। এয়ার ইন্ডিয়াও বিবৃতিতে জানিয়েছে তারা বাধ্য হয়ে এই উড়ানের পথ পরিবর্তন করছে। সবার ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে বিমান যাত্রীদের নিরাপত্তা বা সুরক্ষায়।

Related Articles