দেশ

ঘোড়া কেনাবেচা এবার কর্নাটকে,বিস্ফোরক সিদ্দা

Horse trading is now in Karnataka, explosive Sidda

Truth of Bengal: মহারাষ্ট্রের ঘোড়া কেনাবেচার ছক এবার কর্নাটকে। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ শোনা গেল দক্ষিণের রাজ্যটির মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মুখে। তাঁর অভিযোগ, রাজ্যে তাঁর সরকার ফেলতে মরিয়া বিজেপি। যদিও সেই অভিযোগ নস্যাৎ করেছে গেরুয়া শিবির।

বুধবার মহিশুরে এক সভায় যোগ দেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সেখান ছেকে চড়া সুরে বলেন, কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরাতে মারাত্মক ছক কষছে বিজেপি। ৫০ জন কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে অফার করেছিল বিজেপি। কংগ্রেসের বিধায়করা রাজি না হওয়ায় আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে বিজেপি।

তাঁর এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। উত্তাল জাতীয় রাজনীতিও। প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, ইয়েদুরাপ্পাকে নিশানা করে সিদ্দার প্রশ্ন, এত টাকা আসছে কোথা থেকে? এসব আসলে দুর্নীতির টাকা। তোপ দাগতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা আর অশোক এবং বিজেপির রাজ্য সভাপতি বিওয়াই বিজয়েন্দ্রকেও।

প্রসঙ্গত, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কর্নাটকে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন সিদ্দারামাইয়া। তবে, একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। বিরোধীদের পাশাপাশি তাঁর মসনদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অলিন্দেই।

গদিচ্যুত করতেই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে, দাবি করেন সিদ্দা। পদ্ম শিবিরের পালটা দাবি, দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেতেই বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ করছেন তিনি। আর শাসক-বিরোধীর এই দাবি, পালটা দাবি ঘিরে সরগরম কন্নরভূম।

Related Articles