দেশ

মহারাষ্ট্রে রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক, আতঙ্কিত শহরবাসী

Gas leak from chemical factory in Maharashtra

Truth Of Bengal : মহারাষ্ট্রে রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে বিপত্তি। অম্বরনাথের ঘটনায় আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি অনুসারে, গোটা এলাকাজুড়ে একটা ধোঁয়াশার মতো আস্তরণ তৈরি হয়েছে। গোটা শহরজুড়ে নেমে গিয়েছে দৃশ্যমান্যতা। চোখে, মুখে জ্বালা অনুভূত হচ্ছে বলে তারা জানাচ্ছেন। গোটা শহরে যে ভাবে ধোঁয়াশার আস্তরণ তৈরি হয়েছে, তাতে প্রাথমিকভাবে মনে হয় কুয়াশা ঢাকা শহর বলেই মনে হওয়ার পরিস্থিতি।

বাড়ি থেকে বাইরে বেরলে নাক-মুখ ঢেকে বেরতে হচ্ছে প্রত্যককে। তবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়, গ্যাসের লিকের ঘটনা ঘটলেও, পরিস্থিতি হাতের বেরিয়ে যাওয়ার আগেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকেই পরিস্থিতি সামাল দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। রাসায়নিক বিক্রিয়ার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

প্রথমদিকে মানুষের মধ্যে কারোর গলা, নাক জ্বালা শুরু হওয়ার পাশাপাশি আবার কারোর শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দেয়। তখনও পর্যন্ত এই গ্যাস লিকের বিষয় প্রকাশ্যে আসেনি। পরবর্তী সময়ে এই খবর জানাজানি হলে ছড়ায় আতঙ্ক। ততক্ষনাত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও দূষণ নিয়ন্ত্রন বোর্ডের আধিকারিকরা। এই ঘটনার জেরে কারখানা কর্তৃকপক্ষের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ।

Related Articles