দেশ

এবার লাইনের ওপর ফিশ প্লেট! ফের ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা দুষ্কৃতীদের

Fish plate on the line! Miscreants tried to derail the train again

Truth Of Bengal: রেল লাইনের ওপর ফিশ প্লেট রেখে আবারও ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা দুষ্কৃতীদের। এবার ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে কিম রেল স্টেশনের কাছে। রেলকর্মীদের তৎপরতার বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল। পশ্চিম রেলের বরোদা শাখা সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে কয়েক জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ওই রেললাইনের ওপর ফিশ প্লেট গুলি রেখে যায়।

সেই খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত রেল লাইনের ওপর থেকে ফিশ প্লেট সরিয়ে দেয়। গত কয়েক মাস ধরে একাধিকবার ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা করেই চলেছে দুষ্কৃতীরা। কিছু দিন আগেই রাজস্থানের আজমেঢ়ে রেল লাইনের উপর ৭০ কেজি করে ওজনের দুটি সিমেন্টের ব্লক রেললাইনের উপর রেখে লাইনচ্যুত করার ছক করেছিল দুষ্কৃতীরা। রেলকর্মীদের নজরে আসার আগে ওই লাইন দিয়ে একটি মালগাড়ি যায়। মালগাড়িটি একটি সিমেন্টের চাঁইয়ে ধাক্কাও মেরেছিল। কিন্তু কোনও অঘটন ঘটেনি। সিমেন্টের চাঁইয়ে ধাক্কা মারার পরেও মালগাড়িটির বিশেষ কোনও ক্ষতি হয়নি। তার আগে উত্তরপ্রদেশের কানপুরের কাছে কালিন্দী এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা করে দুষ্কৃতীরা।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানির উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রেনটি।রেললাইনের উপরে রাখা সিলিন্ডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে ওই ট্রেনের। ততক্ষনাত জরুরিকালীন ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন চালক।রেললাইনের উপর রাখা গ্যাস সিলিন্ডার। ঠিক তার পাশেই পেট্রেলের বোতল ও দেশলাইয়ের বাক্স সাজানো। এই ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশ। দুষ্কৃতীদের বারবার ট্রেনকে লাইনচ্যুত করার পরিকল্পনায় পশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়ে। সম্প্রতি রেলে তরফ থেকে একটি রিপোর্টে বলা হয়েছে,গত অগস্ট থেকে অন্তত ১৮ বার ট্রেন বেলাইন করার চেষ্টা হয়েছে।

Related Articles