তুমুল গুলির লড়াই ছত্তিসগড়ে, এনকাউন্টারে মৃত্যু ৮ মাওবাদীর
Fierce gunfight in Chhattisgarh, 8 Maoists died in the encounter

The Truth Of Bengal: মাও-দমনে বিরাট সফল নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে কেঁপে উঠল ছত্তিশগড়। শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াই চলে মাওবাদীদের। এনকাউন্টারে খতম হয়েছে অন্তত ৮ মাওবাদী। দীর্ঘ সময় ধরে চলা এই গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ১ জওয়ান। আহত দু’জন। মাড় ও নারায়ণপুরের জঙ্গলে মাও দমনে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গত দু’দিন ধরেই সেই লড়াই চলছে। অবশেষে সফল হল নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৮ মাওবাদী।
গত এপ্রিল মাসে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী নিহত হয়েছিল। তারপর ৮জুন আবার অন্য একটি অভিযানে খতম হয় ৭ মাওবাদী। তার আগে জানুয়ারি মাসে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর শিবিরে হামলা চালিয়েছিল মাওবাদীরা। সেই হামলায় তিন জওয়ানের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ১৪ জন। মাওবাদী দমনে টানা অভিযান চলছে ছত্তিশগড়ে। প্রতিটি অভিযানে সফল হচ্ছে নিরাপত্তা বাহিনী।
লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই গোটা রাজ্যজুড়ে তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে শান্তিপূর্ণভাবে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাও-দমনে আসরে নামা হয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। মাও-ডেরায় হানা দিয়ে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব দিচ্ছে। গত কয়েক মাস ধরে টানা চলতে থাকা অভিযানে বহু মাওবাদী খতম হয়েছে। মাও-দমনে এই অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে।