দেশ

নির্বাচনের দিন ঘোষণার সঙ্গেই বলবৎ, জনসমক্ষে প্রদর্শন নয় ইভিএম

Election Commission 

The Truth of Bengal: ইভিএম নিয়ে বিতর্কের শেষ নেই। বাইরে থেকে ইভিএম-কে নিয়ন্ত্রণ করা যায় বলে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। সেই ইভিএম নিয়ে বড় সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর আর বাইরে বের হবে না ইভিএম। ইভিএমে নিষেধাজ্ঞা কার্যকর করেছে নির্বাচন কমিশন। যা একটি একটি যুগান্তকারী পদক্ষেপে হিসেবে দেখা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নির্বাচনের দিন ঘোষণার পরে জনসাধারণের সামনে আর প্রদর্শন করা হবে না। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রথমবারের মতো এই নির্দেশ কার্যকর হতে চলেছে দেশে।

এতদিন দেখা গিয়েছে, সাধারণ মানুষকে ইভিএম সম্পর্কে আরও সড়গড় করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হতো। সেখানে ভোটদান প্রক্রিয়ার প্রথম অভিজ্ঞতার জন্য এই মেশিনগুলি সাধারণত নাগরিকদের সামনে তুলে ধরা হতো। তবে এখন থেকে আর নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে আর প্রাকাশ্যে ইভিএম বের করা যাবে না। বদলে কমিশন ডিজিটাল বা অন্য কোনও উপায়ে ভোটারদের শিক্ষিত করতে পারবে।

২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের সময় বারাণসীতে ভোট গণনার মাত্র দু’দিন আগে একটি গণনা কেন্দ্র থেকে ইভিএম চুরির অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় একটি ভিডিয়ো। যদিও পরে জানা যায়, মানুষের রায়-বন্দি ছিল না ওই ইভিএম-এ। ওই ইভিএমগুলি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। এই ঘটনা নিয়ে অভিযোগ ওঠার পর ইভিএম নিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নির্বাচন কমিশন। সেই কারণে এবার নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই ইভিএম প্রদর্শনে নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নিতে চলেছে কমিশন।

Related Articles