AAP সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে ইডির হানা, ‘তোতা-ময়না’ বলে কটাক্ষ সিসোদিয়ার
ED raids AAP MP Sanjeev Arora's house, Sisodia taunts 'parrot-maina'

Truth Of Bengal, Barsa Sahoo : সোমবার সকালে জলন্ধরে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই অভিযানের খবর সামনে আসার পরই মোদি সরকারকে আক্রমণ করেছেন দিল্লির প্রাক্তন ডেপুটি সিএম মনীশ সিসোদিয়া। মণীশ সিসোদিয়া বলেন, “আজ আবার মোদিজি তাঁর তোতা-ময়নাকে মুক্ত করেছেন।”
ইডির অভিযানে ক্ষুব্ধ মনীশ সিসোদিয়া
মনীশ সিসোদিয়া সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে তাতে লেখেন, “আজ আবার মোদীজি তাঁর তোতা-ময়নাদের মুক্ত করেছেন। সকাল থেকে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে হানা দিয়েছে ইডির আধিকারিকরা। বিগত ২ বছরে তারা অরবিন্দ কেজরীবালের বাড়িতে অভিযান চালিয়েছে, সঞ্জয় সিংয়ের বাড়িতে অভিযান চালিয়েছে, সত্যেন্দ্র জৈনের বাড়িতে অভিযান চালিয়েছে… কোথাও কিছুই পাওয়া যায়নি, কিন্তু মোদীজির এজেন্সিগুলি সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে একের পর এক ভুয়ো মামলা তৈরি করে চলেছে। যতই চেষ্টা করুক না কেন, আম আদমি পার্টিকে থামানো যাবে না, আপ সদস্যরা বিক্রিও হবে না, ভয় পাবে না।”
आज फिर मोदीजी ने अपने तोता मैना को खुला छोड़ दिया है।
आज सुबह से आम आदमी पार्टी के राज्य सभा सांसद संजीव अरोड़ा जी के घर ED वाले रेड कर रहे है। पिछले दो सालों मैं इन्होंने अरविंद केजरीवाल के घर रेड कर लिया, मेरे घर रेड कर दिया, संजय सिंह के घर रेड दिया, सत्येंद्र जैन के घर रेड…— Manish Sisodia (@msisodia) October 7, 2024
এএপি সাংসদ সঞ্জয় সিংও বিজেপিকে কোণঠাসা করেছেন। তিনি বলেন, “আপ সাংসদ সঞ্জীব অরোরার বাড়িতে ২৪ ঘণ্টার মধ্যে ইডির লোকেরা পৌঁছেছে। মিথ্যা মামলা দায়ের বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট তাদের বহুবার ধমক দিয়েছিল, কিন্তু এখনও ইডি বুঝতে পারছে না। এই এজেন্সিগুলো আদালত মানে না, তারা শুধু তাদের প্রভুর আনুগত্য করে। কিন্তু আম আদমি পার্টির নেতাদের সাহসের সামনে মোদিজির ঔদ্ধত্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে”।
কেন এই অভিযান?
ইডি সূত্র বলছে, সঞ্জীব অরোরার নিজস্ব ব্যবসা রয়েছে। জালিয়াতি করে জমি বরাদ্দ পেয়েছিলেন তিনি। সেই ঘটনায় ইডি এই অভিযান চালাচ্ছে।
সঞ্জীব অরোরা কে?
পাঞ্জাব বিধানসভায় জয়ের পরে, AAP রাজ্যসভার ৫ জন সাংসদের নাম চূড়ান্ত করেছিল। এর মধ্যে রাঘব চাড্ডা, হরভজন সিং এবং অশোক মিত্তালের পাশাপাশি বস্ত্র ব্যবসায়ী সঞ্জীব অরোরার নাম অন্তর্ভুক্ত ছিল। অরোরাকে লুধিয়ানার বড় ব্যবসায়ীদের মধ্যে গণ্য করা হয়। অরোরা কৃষ্ণা প্রাণ ব্রেস্ট ক্যান্সার চ্যারিটেবল ট্রাস্ট পরিচালনা করেন।