দেশ

মুম্বইয়ের মেট্রো স্টেশনের বাইরে বিধ্বংসী আগুন! বন্ধ ট্রেন চলাচল

Devastating fire breaks out outside Mumbai Metro station! Train services suspended

Truth Of Bengal: মুম্বইয়ের বিকেসি (বান্দ্রা কুরলা কমপ্লেক্স) মেট্রো স্টেশনের বাইরে বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল আধিকারিকরা। যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়ে মেট্রো পরিষেবা। চরম ভোগান্তির শিকার যাত্রীরা। বান্দ্রা কুরলা কমপ্লেক্স স্টেশনের পরিবর্তে বান্দ্রা কলোনি স্টেশন দিয়ে যাতায়াত করতে বলা হয় নিত্যাযাত্রীদের।

মুম্বই মেট্রোর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, ‘বিকেসি স্টেশনের এন্ট্রি/ এক্সিট এ৪-এর বাইরে অগ্নিকাণ্ডের জেরে বন্ধ ট্রেন পরিষেবা। স্টেশনের ভিতরে ধোঁয়া ঢুকে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে পরিষেবা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল আধিকারিকরা। এমএমআরসি এবং ডিএমআরসি-র উচ্চপদস্থের আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। বান্দ্রা কুরলা কমপ্লেক্স স্টেশনের পরিবর্তে বান্দ্রা কলোনি স্টেশন দিয়ে যাতায়াত করতে পারেন যাত্রীদের।’

উল্লেখ্য, দুপুর ২ টোর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দলকল বাহিনী। প্রসঙ্গত, মুম্বইয়ের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোর অংশ বিকেসি মেট্রো স্টেশন। এই আরে-বিকেসি লাইনে দশটা স্টেশন রয়েছে যা ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১, ২ এবং মারোল নাকা স্টেশনের ঘাটকোপার-আন্ধেরি-ভারসোভা মেট্রো লাইন ১ উভয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে।

Related Articles