
Truth Of Bengal: দিল্লিতে বিধানসভা নির্বাচন ৫ ফেব্রুয়ারি। ভোট গণনা ৮ ফেব্রুয়ারি। এক দফায় ভোট হবে। সাংবাদিক বৈঠক করে ভোটের তারিখ ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার।
ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে আম আদমি পার্টি। প্রার্থী দিয়েছে বিজেপি-কংগ্রেসও। জোরকদমে চলছে ভোট প্রচার। কবে ভোট হবে, সেই নিয়ে জল্পনা চলছিলই। এবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হল দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি।
Delhi to vote in a single phase on February 5; counting of votes on February 8#DelhiElections2025 pic.twitter.com/K5BTN3WjUO
— ANI (@ANI) January 7, 2025
৭০ আসনের দিল্লি বিধানসভায় ২০২০ সালেও এক দফাতেই ভোট হয়েছিল। এবার দিল্লি বিধানসভা ভোটে একাই লড়ছে আপ। লোকসভা ভোটে একসঙ্গে লড়লেও বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটেনি কেজরির দল। অন্যদিকে, গত নির্বাচনের মতো শরিক দলগুলোর সঙ্গে হাত মেলায়নি পদ্ম শিবির।
প্রসঙ্গত, গতবার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিল কেজরির দল। দাগ কাটতে ব্যর্থ হয়েছিল বিজেপি। জোট শরিকদের তিনটি আসন ছাড়লেও, কেউই খাতা খুলতে পারে নি। ২০২০ সালের নির্বাচনে দুই শরিককে আসন ছেড়েছিল গেরুয়া ব্রিগেড। বিহারের জেডিইউ এবং এলজেপি-র সঙ্গে আসন সমঝোতা হলেও লাভ বিশেষ হয়নি। তাই এবার সে পথে হাঁটল না বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।