বিহারে দলিত নিপীড়ন, পোড়ানো হল বাড়ি, চলল গুলিও
Dalit oppression in Bihar, houses were burnt, firing went on

Truth Of Bengal: দলিত সম্প্রদায়ের ওপর অত্যাচার অব্যহত। এবার দুষ্কৃতিদের আগুনে ২১ টি দলিতের বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে বিহারের নওদা জেলায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িছে গোটা এলাকায়। জানা গিয়েছে জমি বিবাদের জেরে বুধবার রাতে মোট ২১ টি দলিতের বাড়িতে আগুন লাগিয়ে দুষ্কৃতিরা। আক্রান্তরা সকলেই ‘মহাদলিত’ জনগোষ্ঠীর।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর সন্ধ্যা ৭ টা নাগাদ দুষ্কৃতীরা জবরদস্তি বাড়িতে ঢুকে তাঁদের মারধর করে। এরপর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এমনকি তাদের ভয় দেখাতে শূন্যে গুলি চালায় দুষ্কৃতিরা। অভিযোগ জমি বিবাদের জেরে এই ঘটনা। এই চাঞ্চল্যকর ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, পুলিশের এডিডি-কে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেফতারির নির্দেশ দিয়েছেন।
এর পাশাপাশি দলিতদের ওপর অত্যাচারে সরব বিরোধী আর জে ডি এবং কংগ্রেস। তাদের অভিযোগ বিহারে এনডিএ সরকারের আমলে দলিত এবং আদিবাসীদের সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার বেড়েছে। এই ঘটনায় নওয়াদার পুলিশ সুপার অভিনব ধীমান বৃহস্পতিবার বলেন, ‘‘বুধবার রাত সাড়ে ৭টার দিকে আমার কাছে একটি ফোন আসে। বলা হয়, মাঝিঁটোলায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়েই দমকলের ইঞ্জিন-সহ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।’’ জেলাশাসক আশুতোষ বর্মা বলেন, ‘‘ঘরহারা পরিবারগুলির জন্য আমরা আশ্রয় এবং খাদ্যের ব্যবস্থা করেছি।’’