Cyclone Mantha: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, সোমবারই জন্ম বঙ্গোপসাগরে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
Truth of Bengal: উৎসবের মরসুম শেষ না হতেই ফের বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরের বুকে সোমবারই একটি নতুন ঘূর্ণিঝড়ের জন্ম হতে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘মন্থা’ (Mantha)। শীতের আগমনী বার্তার বদলে ফের ঝড়-বৃষ্টির চোখ রাঙানি রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তবে জন্মের পরই সেটি দুর্বল অবস্থায় রয়েছে। সেই নিম্নচাপ শক্তি হারিয়ে ধীরে ধীরে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে এবং সপ্তাহান্তে তা দক্ষিণ-পূর্ব সাগরে মিশে যাবে। এরপর সেখান থেকে নতুন নিম্নচাপের জন্ম নেবে। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, এই নিম্নচাপটি রবিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামী ২৭ অক্টোবর, অর্থাৎ সোমবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে (Cyclone Mantha)।
🌪️ Cyclone ‘#Montha’ Update: The well-marked low-pressure area over the #BayofBengal has intensified into a depression as of October 25, 2025. @IMDWeather @mcbbsr @rdmodisha @osdma
➡️The system is forecasted to deepen into a severe cyclonic storm by October 27, with sustained… pic.twitter.com/lXQTQGr7xK
— Industry Odisha (@industryodishaa) October 25, 2025
আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর যদি ‘মন্থা’ সরাসরি উপকূলের দিকে এগিয়ে যায়, তবে এর মূল প্রভাব পড়বে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে। সেক্ষেত্রে বৃষ্টির হাত থেকে বাংলা রেহাই পেতে পারে।তবে, ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। যদি ঘূর্ণিঝড়টির গতিপথ পরিবর্তিত হয়, তাহলে কিন্তু রক্ষা নেই। সেক্ষেত্রে সমগ্র বাংলাজুড়ে এর প্রভাব পড়বে। বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং ঝড়-জলের দাপট দেখা যেতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিবিধি নিয়ে এখনও পর্যন্ত মৌসম ভবন স্পষ্ট কোনো তথ্য দেয়নি। আবহাওয়া দপ্তরের পরবর্তী ঘোষণার ওপরই নির্ভর করছে বাংলার আবহাওয়ার ভাগ্য (Cyclone Mantha)।






