দেশ

নীতীশের পথেই হাঁটার সিদ্ধান্ত কংগ্রেসের, পাঁচ রাজ্যে জাতিগত গণনার প্রতিশ্রুতি রাহুলের

ক্ষমতায় এলে দেশজুড়ে জাতিগত জনগণনা হবে

The Truth of Bengal: সোমবারই পাঁচ রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনকে মাথায় রেখে, এক কৌশলী পদক্ষেপ করল কংগ্রেস। সোমবারই দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্ষমতায় এলে পাঁচ রাজ্যে চালু করা হবে জাতিগত জনগণনা। এদিন রাহুল গান্ধী জানান, “দেশ জাতিগত জনগণনা চায়। বিজেপি না চাইলে সরে যাক।”

২০২১ সালে জনগণনা হওয়ার কথা ছিল দেশে। কিন্তু জাতিগত জনগণনাকে এড়ানোর চেষ্টা করে বিজেপি। চব্বিশের নির্বাচনের আগে, বিহারের মুখ্যমন্ত্রী প্রথম জাতিগত সমীক্ষা প্রকাশ করে। এতে সমর্থনও জানায় কংগ্রেস। এমনকী কংগ্রেসও সিদ্ধান্ত নেয়, বিজেপিকে ব্যাকফুটে ফেলতে দলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী জানান, “ইন্ডিয়া জোটের অধিকাংশ দল জাতিগত জনগণনা চায়। এটা ধর্মের বিষয় নয়। গরিবির প্রসঙ্গ। এক দেশের মধ্যে দুটো দেশ। একটি আদানিজির, অন্যটি বাকিদের।

রাহুলের আরও দাবি, আগামী দিনে অর্থনৈতিক সমীক্ষাও করা হবে। কার হাতে কত সম্পদ, কে নিঃস্ব, খতিয়ে দেখে নয়া নীতি তৈরি হবে। কংগ্রেস নেতার অভিযোগ, প্রধানমন্ত্রী দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নতি চান না। এদিন দলীয় স্তরে বৈঠকের পর, সাত দফা প্রস্তাব তৈরি করে কংগ্রেস। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কেন্দ্রে  ক্ষমতায় এলে দেশজুড়ে জাতিগত জনগণনা হবে। এবং মহিলা সংরক্ষণ বিলে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মণিপুরের প্রসঙ্গও উঠে এসেছে কংগ্রেসের প্রস্তাবে।

Related Articles