স্বচ্ছ ভোট করতে ৯০০ সাধারণ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের
Commission appoints 900 general observers for transparent voting

The Truth Of Bengal: যে কোনও সময় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে সমস্ত রকম প্রক্রিয়া প্রায় সেরে ফেলেছে কমিশন। এবার লোকসভা ভোটে নজরদারির জন্য প্রায় ৯০০ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। সেই সঙ্গে দেশ জুড়ে কাজ করবেন প্রায় ৪৫০ জন পুলিশ পর্যবেক্ষক। এ ছাড়া থাকছেন ৮০০ জন অতিরিক্ত পর্যবেক্ষক।
পর্যবেক্ষকদের নিয়ে দিল্লিতে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হলেই পর্যবেক্ষকদের বুথস্তরে গিয়ে কাজ শুরু করে দিতে হবে বলে নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন। কোনও অভিযোগ পেলে দ্রুত পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ভোটার এবং রাজনৈতিক দলগুলির অভিযোগ শুনতে হবে কমিশনের নিযুক্ত পর্যবেক্ষকদের। সাধারণ ভোটাররা তো বটেই রাজনৈতিক দলগুলি তারা তাদের অভিযোগ জানাতে পারবেন ফোন বা ই-মেল মারফত।
নির্বাচন কমিশনের নিযুক্ত পর্যবেক্ষকদের ফোন ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। প্রতিটি ফোন ধরতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে পর্যবেক্ষকদের। এছাড়াও গোটা নির্বাচন প্রক্রিয়ায় পর্যবেক্ষকদের কোন কোন ভূমিকা পালন করতে হবে তা বিস্তারিত জানানো হয়েছে তাঁদের। জানিয়ে দেওয়া হয়েছে, বুথে ঘুরে ঘরে পরিস্থিতির ওপর নজর রাখতে হবে পর্যবেক্ষককে। স্থানীয়দের সঙ্গে কথা বলতে হবে। সংবেদনশীল এলাকার ওপর বিশেষ ভাবে নজর দিতে হবে। স্বচ্ছ ভাবে ভোট হচ্ছে কি না, কঠোর ভাবে তা দেখতে হবে। ভোটের কাজে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা, তাও দেখতে হবে পর্যবেক্ষকদের। সব মিলিয়ে এই বিপুল সংখ্যক পর্যবেক্ষকের ওপর বিরাট দায়িত্ব থাকছে স্বচ্ছ্বভাবে ভোট পরিচালনা করার।
FREE ACCESS