দেশ

ভাসছে চেন্নাই, দেওয়াল ধসে মৃত ২

Chennai Floods

The Truth of Bengal: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব ভয়ানকভাবে পড়েছে চেন্নাইতে। রবিবার থেকেই সেখানে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার ঝড়বৃষটির বেগ প্রবল হয় আরও। ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েচে। তার কারণেই বানভাসী চেন্নাইতে দেওয়াল ধসে মৃতু্য হয়েছে ২ জনের। আহত আরও ১ জন। চেন্নাইয়ের কানাতুর এলাকায় এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, দেওয়ালটি সদ্য নির্মিত ছিল।

রাতভর বৃষ্টি চলার পর সকালে হাওয়ার দাপট প্রবল হওয়ার কারণেই দেওয়ালটি ভেঙে পড়ে। সেই দেওয়ালে চাপা পড়েই মৃত্যু হয় ২ জনের। আহত আরও ১। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ঘূর্ণিঝড়ের কারণে রবিবার রাত থেকেই চেন্নাই এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হবে। সেই পূর্বাভাসই যেন সত্যি হল।

আপতকালীন পরিস্থিতির জন্য তৈরি এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী। দুর্যোগের জেরে সোমবার রাত ১১টা পর্যন্ত বাতিল বিমান। ঝুঁকি এড়াতে শহরের অন্যতম রেলব্রিজ বাসিন ব্রিজে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। বাতিল হয়েছে ৬টি ট্রেন। জলে ভরে যাওয়ায় ১৪টি সাবওয়ে বন্ধ করেছে প্রশাসন। সব মিলিয়ে দুর্যোগ পরিস্থিতি ঘোরতর হচ্ছে চেন্নাইয়ে।

Related Articles