দিল্লির মসনদে বদল, শপথ গ্রহণ করলেন অতিশী মারলেনা
Change in Delhi's constitution, Atishi Marlena takes oath

Truth Of Bengal: দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী মারলেনা। রাজধানীতে শপথবাক্য পাঠ করলেন তিনি। এতদিন পর্যন্ত দেশে শুধুমাত্র একজনই ছিলেন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিল্লি পেল আরো এক মহিলা মুখ্যমন্ত্রী। তিনি অতসী মারলেনা। অর্থাৎ দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আরো একজন হলেন মুখ্যমন্ত্রী। আজ শপথ গ্রহণের আগে সকলে অরবিন্দের সাক্ষাৎ করেন।
গত ১৪ই সেপ্টেম্বর আপ প্রধান মুক্ত হওয়ার পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দেবেন তিনি মুখমন্ত্রীর পদে বসবেন আরেক মন্ত্রী অতিশি মারলেনাকে। আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল চলতি বছরেই মার্চ মাসে। বেশ কয়েক মাস জেলবন্দি থাকার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পর্যাপ্ত তথ্যপ্রমাণ আদালতের না পেশ করতে পারাতে আদালতের তরফ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তারপর তিনি সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী পদে থেকে সরে যাবেন তিনি। মুখ্যমন্ত্রী হবেন অন্য কেউ। যে এই হিসেবে আজ মুখ্যমন্ত্রী হন অতিসী মারলেনা।