দেশ

লোকসভার টিকিট না পেয়ে আত্মহত্যা প্রার্থীর

Candidate commits suicide after not getting Lok Sabha ticket

The Truth of Bengal: লোকসভার টিকিট না পেয়ে চরম পদক্ষেপ নেন এ গণেশমূর্তি। কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর বৃহস্পতিবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তামিলনাড়ুর এরোদ লোকসভা কেন্দ্রের এই সাংসদ। উল্লেখ্য,গত রবিবার বিষ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন লোকসভা সাংসদ। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। গত চারদিন ভেন্টিলেশনে রাখা হয়েছিল গণেশমূর্তিকে।

বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ময়না তদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে তাঁর দেহ। সেখান থেকে সাংসদের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে।  উল্লেখ্য, ২০১৯ সালে এমডিএমকের টিকিটে লোকসভা নির্বাচনে জেতেন এ গণেশমূর্তি। ইরোড কেন্দ্র থেকে নির্বাচিত হন ৭৬ বছর বয়সি সাংসদ। তবে এবার নির্বাচনের টিকিট পাননি। সেই অভিমান থেকেই হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল সাংসদের শারীরিক অবস্থা। যদিও গণেশমূর্তির অসুস্থতা নিয়ে তাঁর দলের তরফে কিছু বলা হয়নি।

আত্মহত্যার চেষ্টা করেছেন দলীয় সাংসদ, সেই খবর পেয়ে হাসপাতালে যান এমডিএমকের সাধারণ সম্পাদক ভাইকো। তাঁর কথায়, “আসন্ন লোকসভা নির্বাচনে দলের তরফে দুরাই ভাইকোকে টিকিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু সেটা তিনি মানতে পারেননি। তাই দলের অন্দরেই টিকিট দেওয়া নিয়ে ভোটাভুটিও হয়। দুজনের পক্ষেই সমান ভোট পড়েছিল। তাই তারা ভেবেছিলেন, লোকসভায় দুরাইকে টিকিট দেওয়া হোক। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হত গণেশমূর্তিকে। কিন্তু তার আগেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন।

 

Related Articles