দেশ

চেন্নাইয়ের দুটি স্কুলে বিস্ফোরণের হুমকি,আতঙ্কে পড়ুয়া ও শিক্ষকরা

Bomb threat in two schools in Chennai, students and teachers panic

The Truth Of Bengal : গত ফেব্রুয়ারিতেই চেন্নাইয়ের একাধিক স্কুলে ছড়িয়েছিল বোমাতঙ্ক। সেই সময় অন্তত ১৩ থেকে ১৪ টি  স্কুলে ইমেল মারফৎ এই বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। বোমাতঙ্ক ছড়াতেই দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুলগুলি। ঘটনার তদন্তে পুলিশ। সেই ঘটনার এক মাস পেরতে না পেরতেই ফের তামিলনাড়ুর দুটি স্কুলে দেওয়া হল বিস্ফোরণের হুমকি। ইমেল ও ভুয়ো ফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটনোর হুমকি দেওয়া হয় স্কুলগুলিতে।

খবর ছড়িয়ে পডজ়তেই ঘটনাস্থলে পৌছয় পুলিশ ও বোম্ব স্কোয়াড টিম। এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক পড়ুয়ার অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। সূত্রের খবর কোয়েম্বাটুরের পিএবিবি মিলেনিয়াম স্কুল ও কাঞ্চিপুরম জেলার বেসরকারি স্কুলে এই হুমকি দেওয়া হয়। রবিবার এবং সোমবার পর পর এই দুটি স্কুলে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল করা হয় ও ভুয়ো ফোন করা হয়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় তল্লাশি।

পিএসবিবি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, হাজারো খোঁজাখুঁজির পরও বোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে দুটি স্কুলেই চলছে একাদশ শ্রেণির পরীক্ষা চলছে। যার জেরে বারতি সুরক্ষা ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই স্কুলের ভিতরে প্রবেশের অনুমতি।

Free Access

Related Articles