দেশ

দেশের দশটি স্কুলে বোমাতঙ্ক, হুমকি ইমেলকে কেন্দ্র করে উত্তেজনা

Bomb blasts in ten schools of the country

The Truth of Bengal: দিন কয়েক আগেই দিল্লি ও আহমেদাবাদের স্কুলে বোমা মেরে স্কুলগুলিকে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ইমেল পাঠানো হয়েছিল। এবার নির্বাচনী আবহে আবারও সেই একই হুমকি। তবে এবারের ঘটনাস্থল দিল্লি ও আহমেদাবাদ নয়। এবার নিশানায় কানপুর। কানপুরের অন্তত দশটি স্কুলে হুমকি ইমেল। বোমা মেরে স্কুলগুলি উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল দেওয়া হয়েছে বুধবার। সেই হুমকি ইমেলকে কেন্দ্র করেই ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা।

প্রসঙ্গত, গত ১ মের ঘটনা। দিল্লির প্রায় ১০০টি স্কুলে, নয়ডার দুটি স্কুলে ও লখনউয়ের একটি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়েছিল। ততখনাত সমস্ত স্কুল খালি করে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল তল্লাশি। তবে সন্দেহজনক তেমন কিছুই সেভাবে পাওয়া যায়নি। তারপর থেকে লাগাতারভাবে হুমকি ইমেল বিভিন্ন শহরে দেওয়া হয়। এমনকি দিন তিনেক আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও হুমকি ইমেল পাঠানো হয়েছিল।

তল্লাশির পর দিল্লি পুলিশ গোটা ঘটনাকেই গুজব বলে জানিয়েছিল। তবে এবার কানপুরের ওই ১০টি স্কুলে এই হুমকি ইমেলের পর বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে যুদ্ধকালীন ততপরতায় পুলিশি তদন্ত। +কোনও দুস্কৃতি এর পেছনে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত করার পর জানা যাচ্ছে, রুশ সার্বার থেকে ওই হুমকি ইমেল পাঠানো হয়েছে।

Related Articles