Lok sabha election 2024: দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, তালিকা থেকে বাদ পড়লেন কারা?
Lok sabha election 2024: BJP releases second candidate list

The Truth of Bengal: প্রথম দফা ১৯৫ আসনের পর দ্বিতীয় দফায় দশ রাজ্যে বাহাত্তর আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল পদ্ম শিবির। তালিকায় ঠাঁই পেয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার।মুম্বই উত্তর আসন থেকে পদ্ম প্রতীকে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।
লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় ৭২ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তালিকায় ঠাঁই পেয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টার। মহারাষ্ট্রের নাগপুর থেকেই লড়ছেন গড়কড়ি আর খট্টার লড়ছেন হরিয়ানার কারনাল থেকে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ ঘুরে বিজেপিতে যোগ দেওয়া অশোক তানওয়ারকে শিরসা আসনে প্রার্থী করা হয়েছে।
এদিন ১০ রাজ্যের ৭২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে গুজরাতের ৭, দিল্লির ২, হরিয়ানার ৬, হিমাচল প্রদেশের ২, কর্নাটকের ২০, তেলেঙ্গনার ৬, ত্রিপুরার ১, উত্তরাখণ্ডের ২ এবং মহারাষ্ট্রের ২০ আসন রয়েছে। পূর্ব দিল্লিতে লড়ছেন হর্ষ মালহোত্রা। উত্তরাখণ্ডের গারওয়াল থেকে অনিল বালুনি ও হরিদ্বার থেকে ত্রিবেন্দ্র সিং রাওয়াত প্রার্থী হয়েছেন। হিমাচল প্রদেশের হামিরপুর আসন থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।আর উত্তর-পশ্চিম দিল্লিতে প্রার্থী হয়েছেন যোগেন্দ্র চান্দোলিয়া।
মুম্বই উত্তর আসন থেকে পদ্ম প্রতীকে লড়বেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কর্নাটকের হাভেরি আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। মহারাষ্ট্রের ভিদ আসনে ফের দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডে। গত ২ মার্চ প্রথম দফায় ১৯৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। এদিন আরও ৭২ আসনের প্রার্থীর নাম ঘোষিত হলো। এ নিয়ে দু’দফায় মোট ২৬৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির।