দেশ

Tariff: ভারতের জন্য শুল্কে বড় ছাড়, ২০ শতাংশ শুল্ক হ্রাসের সিদ্ধান্ত আমেরিকার

যেখানে অন্য দেশের ওপর বাড়ছে শুল্ক, ঠিক তখনই আমেরিকা ভারতের উপর ২০ শতাংশেরও কম শুল্ক রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Truth of Bengal: ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে চলেছে। এরমাঝেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। যেখানে অন্য দেশের ওপর বাড়ছে শুল্ক, ঠিক তখনই আমেরিকা ভারতের উপর ২০ শতাংশেরও কম শুল্ক রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি ভারতের জন্য বড় স্বস্তি। কারণ চিন এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা চলেছে আমেরিকা। অন্যদিকে জানা গিয়েছে ভারত এবং আমেরিকা দুদেশের মধ্যে  দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে চলেছে। এই চুক্তিটি আরও বৃহত্তর বাণিজ্যের জন্য আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ প্রদান করবে। একইসঙ্গে ভারতের ওপর প্রাথমিক শুল্ক ২০ শতাংশ এর নিচে রাখার সিদ্ধান্ত নিতে চলেছে আমেরিকা।(Tariff)

[আরও পড়ুনঃ Belpahari: শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলে—বর্ষায় বেড়াতে চলুন বেলপাহাড়ি]

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই শোনা গিয়েছে, বাণিজ্যচুক্তি হবে ভারত-আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছিলেন, ‘ ভারতের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, মানে প্রায় চূড়ান্ত।’  কিন্তু শুল্কছাড়ের মেয়াদ পেরিয়ে গেলেও ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি হয়নি। ইতিমধ্যেই ২২টি দেশের উপর শুল্ক চাপানোর ঘোষণা করে দিয়েছেন ট্রাম্প। তবে শুল্কছাড়ের মেয়াদ ফুরনোর বিষয়টিকে খুব বেশি জটিল করে দেখতে চাইছে না ভারত।(Tariff)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ‘ভারতের স্বার্থই সবচেয়ে জরুরি, কোনও ডেডলাইন নয়। ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত।’ তবে বাণিজ্যচুক্তি সই করতে ভারত এবং আমেরিকা দুপক্ষই আগ্রহী।  একাধিকবার চুক্তি নিয়ে আলোচনা করতে আমেরিকায় গিয়েছিল বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব রাজেশ আগারওয়ালের নেতৃত্বাধীন দল।  তবে আমেরিকার সঙ্গে একেবারে পাকাপাকি বাণিজ্য চুক্তি কবে সাক্ষর হবে ভারতের তা স্পষ্ট নয়। এই আবহে সামনে এল আমেরিকার ভার‍তের ওপর শুল্ক হ্রাসের খবর।(Tariff)

Related Articles