দেশ

মোদির ফেরার আগে আমেরিকা থেকে দেশে ফিরল আরও ২৯৭টি প্রাচীন সম্পদ

Before Modi's return, another 297 antiquities returned home from America

Truth Of Bengal: তিন দিনের আমেরিকা শহরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর এই সফর শেষ হবে ২৩ সেপ্টেম্বর। এদিকে সফর শেষের আগেই আমেরিকা থেকে দেশে ফিরলো ২৯৭টি প্রাচীন সামগ্রী। এগুলি বিভিন্ন সময়ে এদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছিল। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে বসেন, তারপর থেকে এই নিয়ে মোট ৬৪০ টি প্রাচীন সামগ্রী দেশে ফিরেছে।

এরমধ্যে আমেরিকায় সবথেকে বেশি সম্পদ ফিরিয়েছে। চুরি যাওয়া সম্পদের মধ্যে ২০১৪ সাল থেকে ৫৭৮টি প্রাচীন সামগ্রী ফিরিয়ে দিয়েছে আমেরিকা। ২০২১ সালে যখন আমেরিকা সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী, তখন দ্বাদশ শতাব্দীর একটি নটরাজের মূর্তি সহ ১৫৭ টি প্রাচীন সামগ্রী ফিরিয়ে দিয়েছিল আমেরিকা। এরপর গত বছর (২০২৩) যখন তিনি আমেরিকা সফরে গিয়েছিলেন, তখনো ১০৫টি চুরি যাওয়া সম্পদ ফিরিয়ে দিয়েছিল বাইডেন প্রশাসন।

বহু আগে ভারত থেকে অনেক নামিদামি পুরোতাত্ত্বিক ও প্রাচীন মূল্যবান সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। সেগুলি দেশে ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছে মোদি সরকার। চলতি বছরে জুলাই মাসে দিল্লিতে ৪৬ তম বিশ্ব হেরিটেজ বৈঠকে এক চুক্তিপত্রে স্বাক্ষর করে আমেরিকা ও ভারত। ভবিষ্যতে ভারতের কোন সম্পদ যাতে আর সে দেশে পাচার না হয় তার জেরেই এই চুক্তি। ওই চুক্তিতে দুই দেশ একে অপরের হেরিটেজ রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছে। শুধু আমেরিকা নয় তার পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে ৪০ টি আর ব্রিটেন থেকে ১৬ টি সম্পদ ভারতে ফিরে এসেছে।

Related Articles