দেশ
Trending

হোমওয়ার্ক না করার অপরাধে মারধর, সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো কিশোর

Beaten for not doing homework, the teenager fell to the ground losing his senses

The Truth Of Bengal: হোমওয়াক  করে না আসায় স্কুলের শিক্ষকের কাছে বেধড়ক মার খেলেন এক কিশোর। বেধড়ক মারের ফলে সেই কিশোর ঘটনাস্থলেই জ্ঞান হারান। ঘটনাটি ঘটেছে যোগী রাজ্যের উত্তরপ্রদেশের রায়বরেলির একটি স্কুলে। এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাশাপাশি এই ঘটনা ঘটার ফলে পড়ুয়ার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঐ শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, রায়বরেলির ওই বিদ্যালয়ে পদার্থবিদ্যা ও রসায়ন পড়ান মোহাম্মদ আসিফ। গরমের ছুটির পর হোমওয়ার্ক না করে আসায় দশম শ্রেণীর এক ছাত্রকে বেধারক মারধর করে ওই শিক্ষক। অত্যাধিক মারের ফলে ক্লাসরুমে জ্ঞান হারিয়ে ফেলে ওই পড়ুয়া। ছাত্র মাটিতে পড়ে গেলে ঘটনার স্টাইল থেকে পালায় অভিযুক্ত শিক্ষক। যদিও ঘটনাটি ঘটার পর এই খবর প্রধান শিক্ষককে জানান পড়ুয়ারা । তারপরে আহত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা করে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, এই ঘটনার পর ওই পড়ুয়ার বাবা পুলিশের কাছে শিক্ষকের নামে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে জানানো হয়, “ওই শিক্ষক পড়ুয়াকে জিজ্ঞাসা করে বাড়ির কাজ করছে কি না। পড়ুয়া জানায়, ব্যক্তিগত সমস্যার জন্য সে বাড়ির কাজ করতে পারেনি। এর পরেই মেজাজ হারায় ওই শিক্ষক। বেধড়ক মার শুরু করেন তিনি। মারের চোটে জ্ঞান হারিয়ে শ্রেণিকক্ষেই পড়ে য়ায় ওই ছাত্র। চোখ ও মুখে আঘাত রয়েছে।” পুলিশে তরফ থেকে আরো জানানো হয়েছে যে, এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক ছাড়া আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তারা তদন্ত করবে ।

Related Articles