দেশ

বাবা সিদ্দিকি খুনের ঘটনায় গ্রেফতার শুটারদের অস্ত্র সরবরাহকারী

Baba Siddiqui is the supplier of weapons to the shooters arrested in the murder case

Truth Of Bengal: এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনায় মুম্বই পুলিশের জালে আরও এক অভিযুক্ত। ধৃত ভগৎ সিং শুটারদের অস্ত্র সরবরাহ করেছিল বলে অভিযোগ। এই নিয়ে বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে ১০ জনকে গ্রেফতার করল পুলিশ।

বাবা সিদ্দিকির হত্যা কাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মহারাষ্ট্রের কোয়ালিয়েশন সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি।এই এনসিপি নেতা খুনের ঘটনায় আগেই অভিযুক্ত দুই শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করেই খুনের বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পায় তদন্তকারী আধিকারিকরা। পুলিশের দাবি, নভি মুম্বই এলাকায় ভাঙাচোরা জিনিস বিক্রির দোকানদার ভগৎ সিং ওরফে ওম শুটারদের অস্ত্র সরবরাহ করেছিল।

গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকি খুন হন।আততায়ীরা তাকে গুলি করে খুন করে। ঘটনার পরই খুনের দায় স্বীকার করে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। খুনের পিছনে বিষ্ণোই গ্যাংয়ের জড়িত থাকার একাধিক প্রমাণ পেয়েছে মুম্বই পুলিশ।

বিষ্ণোই সম্প্রদায়ের জন্য পবিত্র কৃষ্ণসার শিকারে সলমনের জড়িত থাকার অভিযোগ ওঠে। তারপর থেকেই সলমন খানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। ফলে বাবা সিদ্দিকির মৃত্যুর পর দাবাং অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Related Articles