রঙ্গোৎসবে মেতে ওঠে অযোধ্যার রামমন্দির, আবির ও ফুলের সাজে নজর কাড়ল রামলালা
Ayodhya's Ram Mandir celebrates color festival, Ram Lala catches attention in Abir and flowers

The Truth Of Bengal: অযোধ্যার রামমন্দিরে মহাসমারোহে পালিত হল দোল উৎসব। আবির ও ফুলের সাজে সেজে ওঠে স্বয়ং রামলালা। উপচে পড়েছে ভক্ত সমাগম। এই বিশেষ দিনে রামলালা দর্শন পেতে ও রামলালাকে আবির দিতে বহু পুণ্যার্থী ছিলেন দীর্ঘ অপেক্ষায়। ইতিমধ্যেই রঙ্গোৎসবের বহু ছবি মন্দির ট্রাস্টের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
রঙের উৎসবে মেতে ওঠে দেশ তথা বিশ্ব। এদিন রং খেলা থেকে বঞ্চিত হয়নি ৫ বছরের শিশু রামলালাও। দোল উৎসব ঘিরে মহা সমারোহে সেজে ওঠে অযোধ্যার রামমন্দির। মন্দির চত্বরে ধুমধাম করে পালিত হয় দোল উৎসব। এই বিশেষ দিন উপলক্ষে শিশু রামলালার সাজও ছিল দেখার মত। গালেও দেখা গিয়েছে রঙের আভা। অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর এটাই ছিল রামলালার প্রথম দোল উৎসব। মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হওয়ার পর থেকেই মন্দির চত্বরে উপচে পড়েছে ভক্তদের ভিড়। কিন্তু রঙে রঙিন হওয়ার এই বিশেষ দিনে সমাগম হয়েছিলেন বহু ভক্ত। রামলালা কে উৎসর্গ করে আবির দেওয়ার পরেই রাম ভক্তরা নিজেদের মধ্যে রং খেলা শুরু করে। ইতিমধ্যেই অযোধ্যা রামমন্দিরে রং খেলার বেশ কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মন্দির ট্রাস্ট।
মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে দোল উৎসবের দিন সকালে প্রথমে হনুমানগঢ়ী মন্দিরে আবির দেওয়া হয় । তারপরে রামমন্দিরে শুরু হয় রং খেলা। রামলালার কপালে আবিরের তিলক কেটে শুরু হয় রঙ্গোৎসব। রামলালার পড়নে ছিল গোলাপি রঙের বস্ত্র। গালে, কপালে দেওয়া হয়েছিল গোলাপি আবির আর গলায় ছিল ফুলের মালা। এই বেশে রামলালাকে দেখে চোখ ফিরিয়ে নিতে পারছিলেন না ভক্তরা। রামলালার এই অপূর্ব সাজ দেখতে এবং তাঁকে আবির দেওয়ার জন্য বহু পুণ্যার্থী ছিলেন দীর্ঘ অপেক্ষায়। রামলালাকে দুপুরে নিবেদন করা হয়েছিল ৫৬ পদের ভোগ। এই ভোগের মেনুতে ছিল নানা ধরনের অযোধ্যার ঐতিহ্য বহনকারী মিষ্টি ও নিরামিষ পদ। এইদিন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্রনাথ দাসের দোলের গানে মেতে ওঠেন ভক্তরা। এছাড়াও আয়োজিত হয়েছিল বিশেষ পুজো।