দেশ

কেজরীওয়ালের উপর হামলা, অভিযোগের তীর বিজেপির দিকে

Attack on Kejriwal, arrow of accusation towards BJP

Truth Of Bengal: Saif Khan: আম আদমি পার্টির নেতা এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের উপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার পশ্চিম দিল্লির বিকাশপুরী এলাকায় একটি প্রচারমূলক কর্মসূচির সময় কেজরীওয়ালের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর দিল্লির শাসকদল বিজেপির বিরুদ্ধে দোষারোপ করেছে।

কেজরীওয়াল শুক্রবার পদযাত্রায় বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ, ওই সময় একটি দুষ্কৃতী দল তার ওপর হামলা চালায়। এই হামলার প্রেক্ষিতে আপের নেতারা বিজেপির প্রতি অভিযোগ তোলেন। তাদের অভিযোগ, ভোটের আগে কেজরীওয়ালকে আক্রমণ করে তাদেরকে চাপে রাখতে চাইছে বিজেপি।

এ বিষয়ে আপ নেতা সৌরভ ভরদ্বাজ মন্তব্য করেন, “ইডি, সিবিআই বা জেল দিয়ে যখন কাজ হল না, তখন বিজেপি কেজরীওয়ালের উপর হামলার পন্থা নিয়েছে। ওঁর কিছু হলে তার জন্য বিজেপি দায়ী থাকবে।” উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া হামলাকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেন এবং বিজেপির দুষ্কৃতীদের দোষারোপ করেন।

অন্যদিকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, “মানুষ কেজরীওয়ালকে প্রশ্ন করলে ওঁর কী সমস্যা তাতে? মানুষ শুধুমাত্র পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিল। আপ এটি হামলা বলে চালাচ্ছে।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক এই দুই দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলতে থাকায়, আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Related Articles