দেশ

কর্নাটকের মন্দিরের পথে দুর্ঘটনা,পদপিষ্ট অন্তত ১২ জন পুণ্যার্থী

At least 12 pilgrims crushed to death in accident on way to temple in Karnataka

Truth of Bengal: কর্নাটকের মন্দিরের পথে দুর্ঘটনা। দুর্গম পাহাড়ি পথে মন্দিরে যাওয়ার পথে পদপিষ্ট হন পুণ্যার্থীরা। পাহাড়ের চূড়োর মন্দিরে উপরে উঠতে গিয়ে পদপিষ্ট অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে নিরাপদে মাসনাড টাউনে নিয়ে যাওয়া হয়। প্রতিবছরই দীপাবলির সময়ে কর্নাটকের চিকমাগালুরে দেবীরাম্মা মন্দিরে নামে ভক্তদের ঢল। পশ্চিমঘাট পর্বতমালার অন্তর্গত এই পাহাড়ে উঠত গেলে হাঁটাই ভরসা।

জানা যায়, গোটা বছরে কেবলমাত্র দীপাবলির সময়ই পাহাড়ের চুড়োর এই মন্দির থাকে খোলা। যার জন্য উতসব চলাকালীন এই মন্দিরে নামে ভক্তদের ঢল। তবে বিগত দিনদুয়েক ধরেই চলছে সেখানে প্রবল বৃষ্টি। যার জেরে বিপদজনক হয়ে ওঠে গোটা এলাকা। এরমধ্যেই বুধবার খোলে এই দেবী রাম্মা মন্দিরের দরজা। বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার প্রতিকূলতার জন্য মন্দিরে জমতে শুরু করে ভিড়। পরেরদিনই ঘটে যায় দুর্ঘটনা।

মন্দিরে যাওয়ার পথেই পদপিষ্ট হন পূণ্যার্থীরা। জানা গিয়েছে, পূণ্যার্থীদের এই যাত্রা শুরু হয় মাণিক্যধারা এবং আরিসিনাগুপে থেকে। প্রায় তিন হাজার ফুট উচ্চতায় উঠে দেবী দর্শণের জন্য শুরু হয় সকল পূণ্যার্থীর যাত্রা। তবে এইসমস্ত পূণ্যার্থীদের মধ্যেই ছিল বহু শিশু। চিকমাগালুরে প্রবল বৃষ্টির মধ্যেই মন্দিরের উদ্দেশ্যে পুণ্যার্থীদের যাত্রার সময় শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। তার জেরেই পদপিষ্ট হন অন্ততপক্ষে ১২ জন। প্রাথমিকভাবে খবর পাওয়া যায়, আহত প্রত্যেককেই নিরাপদে মালনাড টাউনে নিয়ে যাওয়া হয়। তবে আহতরা প্রত্যেকেই আপাতত সুস্থ তবলে প্রশাসন সূত্রে খবর।

Related Articles