আরজি করে নিযুক্ত সিআইএসএফের উপযুক্ত বন্দোবস্ত হোক! সুপ্রিম কোর্টে কেন্দ্র
Appointed CISF should be settled by RG Kar! Center in the Supreme Court

Truth Of Bengal: এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নালিশ করল কেন্দ্র। আরজি কর ইস্যুতে এই নালিশ উঠেছে আদালাতে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরপত্তার জন্য নিযুক্ত সিআইএসএফ জওয়ানদের থাকা-খাওয়ার উপযুক্ত বন্দোবস্ত করা হচ্ছে না। কেন্দ্রের তরফে আরও দাবি করা হয় যে, হাসপাতালে নিরাপত্তার জন্য নিযুক্ত জওয়ানদের জন্য দ্রুত কোনো ব্যবস্থা না নিলে আদালত অবমাননার মামলা করা হবে।
সুপ্রিম কোর্ট আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই মামলার অংশ হওয়ার জন্য আবেদন জানিয়েছে। মন্ত্রকের তরফে বলা হয়, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরপত্তার জন্য মোতায়েন করা সিআইএসএফ জওয়ানদের থাকা-খাওয়ার উপযুক্ত ব্যবস্থা করা হয়নি। তাদেরকে নুন্যতম সুযোগ-সুবিধা পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলি যদি রাজ্য নিশ্চিত না করে তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা করা হোক।
উল্লেখ্য, আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উতপ্ত গোটা বঙ্গ সহ দেশ। ধর্ষণ-খুনের এর মত নিন্দনীয় ঘটনার পর হাসপাতালে বহিরাগত দুষ্কৃতীদের হামলায় রীতিমত নিরাপত্তাহিনতায় ভুগছে একাধিক মানুষ। সে বিষয়ে এর আগেই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সে কারণে হাসপাতালে কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে।